আমদানিতে চড়া শুল্ক বসিয়ে আমেরিকা যখন বাণিজ্যে পাঁচিল তোলার নীতি নিচ্ছে, তখন তা সামলাতে ভারতের তুরুপের তাস হতে পারে দেশীয় চাহিদা বৃদ্ধি— বার্তা সরকারি-বেসরকারি সব মহলের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুল্কের মোকাবিলায় দেশবাসীকে স্বদেশি পণ্য কেনার আর্জি জানিয়েছিলেন। মঙ্গলবার তাঁর মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিংহের দাবি, অনিশ্চিত, রক্ষণশীল এবং বিশ্বায়নের উল্টো পথে হাঁটার আন্তর্জাতিক আবহে দেশের ৭%-৮% জিডিপি বৃদ্ধির জন্য পোক্ত হতে হবে দেশীয় চাহিদাকে।
এ দিনই উপদেষ্টা সংস্থা ডেলয়েট-এর পূর্বাভাস, এই অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার হবে ৬.৪%-৬.৭%। অর্থনীতির মজবুত মৌলিক উপাদান এবং আন্তর্জাতিক সুযোগ খোলাই কারণ। তবে বাণিজ্যের সুযোগ সম্পর্কে নজরদারি জরুরি। ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা থেকে বাঁচতেও তৈরি থাকতে হবে। ডেলয়েটের মতে, ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপীয় অঞ্চলের সঙ্গে বাণিজ্য কৌশল এ দেশের আয়, কর্মসংস্থান, বাজার এবং দেশীয় চাহিদা বাড়ানোয় শক্তিশালী ভূমিকা নিতে পারে। তবে এখনকার চাহিদা, মূল্যবৃদ্ধি এবং বাণিজ্য কূটনীতি সংক্রান্ত সাহসী পদক্ষেপ ইতিবাচক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)