Advertisement
১১ মে ২০২৪
repo rate

RBI: রিজার্ভ ব্যাঙ্ক হঠাৎ রেপো রেট বাড়ানোর ফলে বাড়তে পারে বাড়ি-গাড়ির ইএমআই

অর্থনৈতিক নীতি নির্ধারক কমিটির সুপারিশে নগদ জমার অনুপাত ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।

রেপো রেট বাড়ানোর ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।

রেপো রেট বাড়ানোর ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ মে ২০২২ ১৭:২৫
Share: Save:

তিন বছর পর বুধবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)-এর আর্থিক নীতি কমিটি বুধবার রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট (০.৪ শতাংশ) বাড়িয়ে ৪.৪ শতাংশ করে দিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদি ঋণ দেয় তাকেই রেপো রেট বলে। রেপো বাড়ার ফলে বাড়ি-গাড়ির জন্য নেওয়া ব্যাঙ্কঋণের সুদের হারও বাড়ার সম্ভাবনা প্রবল। অর্থাত্ বাড়তে পারে ইএমআই।

বাজার বিশেষজ্ঞদের একাংশ বলছেন, মুদ্রাস্ফীতিকে বাগে আনতে সাধারণত সুদ বাড়ানো হয়। কিন্তু আরবিআই হঠাৎ যখন সুদের হার বাড়িয়ে দিল, বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকেও তখন ‘মার্জিনাল কস্ট’-এর ভিত্তিতে তাদের ঋণের হার বাড়াতে হতে পারে।

রেপো রেটের পাশাপাশি বুধবার অর্থনৈতিক নীতি নির্ধারক কমিটির সুপারিশ অনুযায়ী নগদ জমার অনুপাত (ক্যাশ রিজার্ভ রেশিয়ো) ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্কের কাছে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির বাধ্যতামূলক ভাবে জমা করা নগদের পরিমাণ বেড়েছে। এর ফলে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির হাতে নগদের পরিমাণ কমবে। ঋণ দেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ বাড়াতে হবে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

repo rate RBI Reserve bank of India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE