ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএএন সক্রিয়করণের সময়সীমা ফের বৃদ্ধি করল এমপ্লোয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন (ইপিএফও)। পাশাপাশি বাড়ছে আধার সংযুক্তিকরণের সময়সীমাও। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এই কাজ করতে পারবেন বেসরকারি সংস্থার কর্মীরা। গত ৩০ মে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের আওতাধীনে থাকা ইপিএফও। সেখানে এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
ইউএএন সক্রিয়করণ এবং আধার সংযুক্তিকরণের সময়সীমা গত বছরের ৩০ নভেম্বর শেষ হয়ে গিয়েছিল। ইপিএফওর বহু সদস্যই ওই সময়সীমার মধ্যে গুরুত্বপূর্ণ কাজ দু’টি করে উঠতে পারেননি। ফলে এমপ্লোয়িজ় লিঙ্কড ইনসেনটিভ বা ইএলআই প্রকল্পের সুবিধা পেতে সমস্যার মুখে পড়তে হচ্ছিল তাঁদের। সেই কারণেই ফের ইউএএন সক্রিয়করণ এবং আধার সংযুক্তিকরণের সময়সীমা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বৃদ্ধি করল বলে মনে করা হচ্ছে।
ইপিএফওর সদস্যদের শনাক্ত করার জন্য ১২ ডিজিটের একটি সংখ্যা দেওয়া হয়। এরই নাম ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএএন। এর মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের গ্রাহক নিজের অ্যাকাউন্টের যাবতীয় কাজ ডিজিটাল পদ্ধতিতে সেরে নিতে পারেন। এর মধ্যে রয়েছে অ্যাকাউন্ট ব্যালেন্স পরীক্ষা, তহবিল থেকে টাকা তোলা, ‘নো ইয়োর কাস্টমার’ বা কেওয়াইসির তথ্য আপডেট করা এবং প্রভিডেন্ট ফান্ড (পিএফ) স্থানান্তকরণ।
পাশাপাশি, ইএলআই প্রকল্পের সরাসরি সুবিধা পেতে ইউএএনের সঙ্গে সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার নম্বরের সংযুক্তিকরণ বাধ্যতামূলক। সেটা করা না থাকলে গ্রাহকের পক্ষে নিরবিচ্ছিন্ন ভাবে প্রভিডেন্ট ফান্ডে লেনদেন করা সম্ভব নয়। ২০২৪-’২৫ আর্থিক বছরের বাজেটে ইএলআই প্রকল্পের কথা ঘোষণা করে কেন্দ্র। এর মূল লক্ষ্য হল নিয়োগকারী সংস্থা এবং কর্মীদের আর্থিক সুবিধা দেওয়ার মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করা।
ইএলআই প্রকল্পে দু’লক্ষ কোটি টাকা পর্যন্ত ব্যয় বরাদ্দের সিদ্ধান্ত নেয় সরকার। দেশ জুড়ে মোট চার কোটির বেশি যুবককে এর আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে। ইপিএফওর সদস্যরা অবশ্য ঘরে বসেই ইউএএন সক্রিয়করণের কাজ সেরে ফেলতে পারবেন। এর জন্য ইপিএফওর সেবা পোর্টালে লগ ইন করতে হবে তাঁদের। সেখানে ঢুকলে ‘ইম্পর্টেন্ট লিঙ্ক’ সেকশনে মিলবে ‘অ্যাকটিভ ইউএএন’ নামের একটি অপশন। গ্রাহককে সেখানে ক্লিক করতে হবে।
আরও পড়ুন:
‘অ্যাকটিভ ইউএএন’-এ গেলে স্ক্রিনে ফুটে উঠবে একটি ফর্ম। অত্যন্ত মনোযোগ দিয়ে ইপিএফও সদস্যকে তা পূরণ করতে হবে। লিখতে হবে আধার নম্বর, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর। এর পর ওই মোবাইলে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি ব্যবহার করে একে সক্রিয় করতে হবে।