মে মাসেও কমল যাত্রী গাড়ি বিক্রি। শুক্রবার বিক্রেতাদের সংগঠন ফাডার প্রকাশিত তথ্য বলছে, ২০২৪ সালের মে-র তুলনায় গত মাসে দেশে এই গাড়ি বিক্রি কমেছে ৩ শতাংশের বেশি।আর এপ্রিলের তুলনায় ১৩.৬৪%। ফাডা-র সভাপতি সিএস বিজ্ঞেশ্বর জানান, উত্তর ও উত্তর-পশ্চিমের রাজ্যগুলির উপর সীমান্ত সংঘর্ষের প্রভাব ও মানুষের হাতে যথেষ্ট টাকা না থাকার প্রভাব পড়েছে বিক্রির উপরে। তবে এই পরিসংখ্যান সামনে আসার পরেই ঋণনীতিতে সুদ কমানোর কথা জানিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। যা আগামী দিনে গাড়ি বিক্রিতে গতি আনবে বলেই আশায় বুক বাঁধছে ফাডা।
আরবিআই-এর সিদ্ধান্ত ইতিবাচক বলে জানিয়েছেন গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়ামের সভাপতি শৈলেশ চন্দ্রও। তাঁর কথায়, ‘‘এক লপ্তে ৫০বেসিস পয়েন্ট সুদ কমায় গাড়িঋণেও সুদের হার কমাবে। ফলে আমজনতার একটু হলেও স্বস্তি ফিরবে। এতে গাড়ি বিক্রি বাড়বে।’’ মহিন্দ্রা গোষ্ঠীর এমডি অনীশ শাহও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘‘এই সিদ্ধান্তে শুধু গাড়ি নয়, সব রকম ঋণের সুদ কমবে। ...গাড়ি বিক্রির হাল খানিকটা ফিরবে বলেই আশা।’’
ফাডার তথ্য বলছে, মে মাসে দেশে চার চাকার যাত্রী গাড়ি বিক্রি হয়েছে ৩.০২ লক্ষের মতো। গত বছর মে মাসে ছিল প্রায় ৩.১২ লক্ষের সামান্য কম। তবে দু-চাকার গাড়ি বিক্রি প্রায় ৭.৩% বেড়েছে। তবে বৈদ্যুতিক গাড়ি বিক্রি আশানুরূপ তালে বাড়ছে না বলেই জানাচ্ছে ফাডা। তা দাঁড়িয়েছে মোট বিক্রির ৪.০৭%। তবে বিজ্ঞেশ্বরের আশা, রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের পর গাড়ি ঋণে সুদের হার কমবে ও তা ইতিবাচক প্রভাব ফেলবে বিক্রির ক্ষেত্রে। জুন ও জুলাই মাসের বিক্রির তথ্যেই তা স্পষ্ট হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)