Advertisement
E-Paper

ট্রাম্পের ২৫% শুল্ক-বাণের পড়ল না তেমন প্রভাব, লক্ষ্মীবারে ভোগ্যপণ্যের শেয়ারে লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জুলাইয়ের শেষ দিনে ফের একবার সেনসেক্স-নিফটিতে দেখা গেল সামান্য পতন। কিন্তু, তার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক চাপানোকে একেবারেই দায়ী করছেন না আর্থিক বিশ্লেষকেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৭:২৭
Representative Picture

বাড়ল ভোগ্যপণ্যের শেয়ারদর। প্রতীকী চিত্র

লক্ষ্মীবারে স্টকের লগ্নিকারীদের হল না লক্ষ্মীলাভ! জুলাইয়ের শেষ দিনে ফের পড়ল বাজার। রাশিয়ার থেকে সস্তা দরে খনিজ তেল কেনার জন্য বুধবার, ৩০ জুলাই ভারতকে ‘সাজা’ দিতে ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার, ১ অগস্ট থেকে যা কার্যকর হওয়ার কথা রয়েছে। আশার কথা হল, আমেরিকার শুল্কনীতির প্রভাব কিন্তু সে ভাবে বাজারের উপরে পড়েনি। ফলে সপ্তাহের শেষ লেনদেনের দিনে সেনসেক্স এবং নিফটির সূচক ঘুরে দাঁড়াতে পারে বলে আশাবাদী আর্থিক বিশ্লেষকদের একাংশ।

বৃহস্পতিবার, ৩১ জুলাই প্রায় ৩০০ পয়েন্ট পড়ে যায় বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক। এ দিন ৮১,১৮৫.৫৮ পয়েন্টে পৌঁছে দৌড় থামায় সেনসেক্স। এই বাজারের ০.৩৬ শতাংশের পতন লক্ষ করা গিয়েছে। লক্ষ্মীবারে দিনের মধ্যে সেনসেক্স সর্বোচ্চ ওঠে ৮১ হাজার ৮০৩ পয়েন্টে।

অন্য দিকে, এ দিন ৮৬.৭০ পয়েন্ট কমে বন্ধ হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)। ফলে দিনশেষে ২৪,৭৬৮.৩৫ পয়েন্টে পৌঁছে দৌড় থামায় নিফটি-৫০। দিনের মধ্যে এক বার ২৪ হাজার ৯৫৬ পয়েন্টে ওঠে এই সূচক, যা সর্বোচ্চ। এ দিন শতাংশের হিসাবে এনএসই পড়েছে ০.৩৫। উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই অস্থির রয়েছে বাজার। মঙ্গলবার, ৩০ জুলাই অবশ্য কিছুটা ঊর্ধ্বমুখী ছিল এই দুই সূচক।

বুধবার ট্রাম্প ভারতের উপরে শুল্ক চাপাতেই তার প্রভাবে বাজারে ধস নামবে বলে মনে করা হয়েছিল। কিন্তু বাস্তবে তা হয়নি। তবে বাজার নিম্নমুখী হওয়ার জন্য অন্য একটি যুক্তি দিয়েছে অধিকাংশ ব্রোকারেজ ফার্ম। তাদের দাবি, আগামী দিনে সুদের হার আরও কমাবে আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ‘ফেডারেল রিজ়ার্ভ’। বর্তমানে যেটা ৪.২৫ থেকে ৪.৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।

আর্থিক বিশ্লেষকদের দাবি, মার্কিন ফেডারেল রিজ়ার্ভের সুদের হার কমানোর জল্পনা তীব্র হতেই এ দেশের শেয়ার বাজার থেকে মুখ ফেরাতে শুরু করেছেন বিদেশি লগ্নিকারীদের একাংশ। সেই কারণে নিম্নমুখী হচ্ছে সূচক। এ দিন নিফটিতে লাভের মুখ দেখেছেন হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, জিয়ো ফিনানশিয়্যাল, ইন্টারনাল, জেএসডব্লিউ স্টিল এবং আইটিসির লগ্নিকারীরা।

তবে আদানি এন্টারপ্রাইজ়েস, ডাঃ রেড্ডিস ল্যাব, আদানি পোর্টস, টাটা স্টিল এবং সান ফার্মার বিনিয়োগকারীদের লোকসান হয়েছে। বিএসইতে ছোট পুঁজির সংস্থাগুলির শেয়ারের দাম কমেছে ০.৭ শতাংশ। অন্যান্য শ্রেণির মধ্যে দ্রুত গতির ভোগ্যপণ্য সংস্থাগুলির স্টকের দাম ১.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ০.৫ থেকে ১.৮ শতাংশ পর্যন্ত দর পড়েছে তথ্যপ্রযুক্তি, মেটাল, তেল ও গ্যাস, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ফার্মা, রিয়্যাল এস্টেট, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম এবং টেলিকম সংস্থার।

Sensex Nifty Bombay Stock Exchange National Stock Exchange Donald Trump Tariff War
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy