ফের বাড়ল ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার। ফলে গত দু’মাসে সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে এটি। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে সেই তথ্য প্রকাশ করে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। প্রসঙ্গত, কিছুদিন আগে নিম্নমুখী হয়েছিল বিদেশি মুদ্রা ভান্ডারের সূচক।
আরবিআই জানিয়েছে, এ বছরের ২১ ফেব্রুয়ারিতে শেষ হওয়া সপ্তাহে বিদেশি মুদ্রা ভান্ডারের পরিমাণ দাঁড়ায় ৬৪ হাজার ৪৮ কোটি ডলার। সংশ্লিষ্ট সপ্তাহে এই ভান্ডারের পরিমাণ ৪৭৬ কোটি ডলার বৃদ্ধি পেয়েছে। ঠিক তার আগের সপ্তাহেই ২৫৪ কোটি ডলার হারিয়েছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক। বিদেশি মুদ্রা ভান্ডারের এ হেন বৃদ্ধিতে যথেষ্ট স্বস্তিতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
আরও পড়ুন:
বিদেশি মুদ্রা ভান্ডারের সূচকের ওঠা নামা অনেকগুলি বিষয়ের উপর নির্ভরশীল। কেন্দ্রীয় ব্যাঙ্ককে হাতে থাকা বিদেশি মুদ্রার মূল্যবৃদ্ধি বা অবমূল্যায়ণ এর মধ্যে অন্যতম। ডোলান্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়া ইস্তক বারবার শুল্ক যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে চলেছেন তিনি। এর জেরে ভারত-সহ এশিয়ার প্রায় প্রতিটি দেশের টাকার মূল্যের ক্ষেত্রে অস্থিরতা দেখা গিয়েছে। আরবিআইয়ের হাতে থাকা বিদেশি মুদ্রা ভান্ডারেও পড়েছে এর প্রভাব।
গত দু’মাস ধরে ডলারের নিরিখে নামছিল টাকার দাম। রিজ়ার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, সেই জায়গায় কিছুটা উন্নতি করেছে ভারতীয় টাকা। ডলারের অবমূল্যায়নের জন্য সামান্য বেড়েছে টাকার দর। ফেব্রুয়ারিতে এক শতাংশ কমেছে মার্কিন মুদ্রার দাম। ফলে এক ডলারের দাম ৮৬ থেকে ৮৭ টাকার মধ্যে ঘোরাফেরা করছে।
আরও পড়ুন:
ভারতের বিদেশি মুদ্রা ভান্ডারে শুধু মাত্র ডলার রয়েছে, একথা ভাবলে ভুল হবে। অন্যান্য বিদেশি মুদ্রার মধ্যে আরবিআইয়ের সঞ্চয়ে রয়েছে ইউরো, পাউন্ড এবং ইয়েন। পাশাপাশি, স্বর্ণ ভান্ডারও বৃদ্ধি করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। বর্তমানে ৭,৪৫৭ কোটি ডলার মূল্যের সোনা মজুত রয়েছে আরবিআইয়ের ঘরে।