Advertisement
২৫ এপ্রিল ২০২৪
gold

GST: পুরনো গয়নায় জিএসটি নিয়ে

পুরনো গয়না বিক্রির ক্ষেত্রে জিএসটি-র হিসেব সংক্রান্ত কিছু ব্যাখ্যা চেয়ে এএআর-এর কর্নাটক বেঞ্চে আবেদন করেছিল বেঙ্গালুরুর আধ্যা গোল্ড।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ জুলাই ২০২১ ০৭:২৩
Share: Save:

পুরনো সোনার গয়না ফের বিক্রির সময় ব্যবসায়ীদের শুধু মুনাফায় জিএসটি দিতে হবে। জানিয়েছে, কর্নাটকের অথরিটি অব অ্যাডভান্স রুলিং (এএআর)। তবে হাতফেরত গয়নাটি কেনার সময় যেমন ছিল, অবিকল তেমন রেখে বেচলে এই নিয়ম প্রযোজ্য হবে।

পুরনো গয়না বিক্রির ক্ষেত্রে জিএসটি-র হিসেব সংক্রান্ত কিছু ব্যাখ্যা চেয়ে এএআর-এর কর্নাটক বেঞ্চে আবেদন করেছিল বেঙ্গালুরুর আধ্যা গোল্ড। বেঞ্চ বলেছে, ব্যবসায়ী গয়নাটিকে অবিকল এক রেখে বেচলে সেটির ক্রয় এবং বিক্রয়ের দামের ফারাকের উপরেই শুধু জিএসটি বসবে। কারণ, তিনি সেটি গলিয়ে সোনার তালে পরিণত করে তার থেকে নতুন গয়না গড়ছেন না।

শুধু পরিষ্কার এবং চকচকে করছেন। বিশেষজ্ঞদের দাবি, এই রায় গয়না শিল্পের কাছে তাৎপর্যপূর্ণ। কারণ, এই রকম ক্ষেত্রে বহু ব্যবসায়ীকেই এখন মোট বিক্রয় মূল্যের উপরে ৩% জিএসটি মেটাতে হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

GST gold Business
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE