আমেরিকার শুল্ক-চাপের সামনে নতিস্বীকার নয়। স্পষ্ট বার্তা দিলেন দেশের বৃহত্তম গাড়ি সংস্থা মারুতি সুজ়ুকি ইন্ডিয়ার চেয়ারম্যান আর সি ভার্গব। বৃহস্পতিবার সংস্থার বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, ‘‘এখন যা পরিস্থিতি, তাতে আমাদের সকলের কর্তব্য সরকারের সঙ্গে সহযোগিতা করা। আত্মসম্মান ও মর্যাদা রক্ষার তাগিদে ঐক্যবদ্ধ মোকাবিলা করা।’’
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, দেওয়ালির আগে পরোক্ষ কর কাঠামোয় বড় পরিবর্তন আসতে চলেছে। এর ফলে কঠিন সময়ের মধ্যে দিয়ে চলা গাড়ি শিল্প মহলে তৈরি হয়েছে আশা। অনেকে মনে করছেন, গাড়ির জিএসটি ২৮% থেকে নেমে আসতে পারে ১৮ শতাংশে। ভার্গবের বক্তব্য, ‘‘গাড়ির কর কমলে তা এই ক্ষেত্রের বৃদ্ধির সহায়ক হতে পারে।’’
ভার্গবের ব্যাখ্যা, ‘‘দেশের বড় অংশের মানুষ দু’চাকার গাড়ি ব্যবহার করেন। তাঁরা যাতে ছোট চার চাকার গাড়ি কিনতে পারেন, তা নিশ্চিত করতে হবে। জিএসটি-র হার পরিবর্তন সেই সুযোগ এনে দিতে পারে। গত আট-দশ বছরে ভারতে ছোট গাড়ির বাজার জোর ধাক্কা খেয়েছে।’’ গাড়ি শিল্পের তথ্য, ২০১৫-১৬ অর্থবর্ষে গোটা দেশে ৯.৩৫ লক্ষ ছোট গাড়ি বিক্রি হয়েছিল। যার দাম ছিল ৫-৬ লক্ষ টাকা। আর গত অর্থবর্ষে এই গাড়ি বিক্রি কমে হয়েছে মাত্র ২৫,৪০২।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)