জিএসটি-র হার আরও কমবে বলে বার্তা দিলেন অরথমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার তিনি জানান, এই পরোক্ষ কর ব্যবস্থা চালুর আগে ও পরে রাজস্ব আদায় যাতে সমান থাকে, সে জন্য ২০১৭ সালের ১ জুলাই জিএসটি-র গড় হার ধরা হয়েছিল ১৫.৮%। কর আদায় বৃদ্ধি পাওয়ার হাত ধরে ২০২৩ সালে তা কমে হয়েছে ১১.৪%। আগামী দিনে সেই হার আরও কমবে বলে তাঁর আশা। সেই সঙ্গে জিএসটি-তে করের হার এবং স্তর সরলীকরণের কাজও শেষের মুখে বলে দাবি অর্থমন্ত্রীর।
নির্মলা জানান, জিএসটি-র হার ও করের স্তর ঢেলে সাজানোর সঙ্গে নতুন কিছু ক্ষেত্রে করের হার ধার্য করার কাজ প্রায় শেষ। বিশেষ মন্ত্রী গোষ্ঠীর উপরে ওই কাজের দায়িত্ব ছিল। তবে গোষ্ঠী কাজ শেষ করলেও, তিনি নিজে প্রস্তাবগুলিতে একবার চোখ বুলিয়ে নিতে চান। সেগুলি হলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিষয়টি জিএসটি পরিষদের বৈঠকে বিবেচনার জন্য পেশ করা হবে।
আজ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বিলগ্নিকরণ প্রসঙ্গে নির্মলা বলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থায় সাধারণ খুচরো লগ্নিকারীর পুঁজি বাড়াতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। সরকার চায় আরও বেশি মানুষ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার কিনুক। তবে শেয়ার বাজারের দোলাচল নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)