শেয়ার বাজারে এ বার মেগা এন্ট্রি নিতে চলেছে এইচডিএফসি ব্যাঙ্কের শাখা সংস্থা এইচডিবি ফিন্যান্স সার্ভিসেস লিমিটেড। রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআইয়ের খাতায় এর তালিকাভুক্তি রয়েছে নন-ব্যাঙ্কিং ফিন্যান্সশিয়াল কোম্পানি (এনবিএফসি) হিসাবে। স্টকের দুনিয়ায় পা রাখতে নিয়মমাফিক ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও আনছে এইচডিবি ফিন্যান্স। ধূসর বাজারে সংশ্লিষ্ট সংস্থাটির শেয়ার দাম ইতিমধ্যেই চড়তে শুরু করায় বিপুল লাভের আশা করছেন লগ্নিকারীদের একাংশ।
শুক্রবার, ২০ জুন আইপিওর মূল্যসীমা (প্রাইস ব্যান্ড) ঘোষণা করে এইচডিবি ফিন্যান্স। সেখানে বলা হয়েছে, ১০ টাকা ফেসভ্যালুর স্টকে লগ্নিকারীদের দিতে হবে ৭০০-৭৪০ টাকা। আইপিওর মাধ্যমে দেশের অন্যতম বড় বেসরকারি ব্যাঙ্কটির শাখা সংস্থার ৬৮ হাজার ৯০০ কোটি টাকা তোলার পরিকল্পনা রয়েছে। ২৫ থেকে ২৭ জুনের মধ্যে বিনিয়োগকারীরা সংশ্লিষ্ট আইপিওর জন্য আবেদন করতে পারবেন। তবে, অ্যাঙ্কার লগ্নিকারীদের আবেদনের তারিখ ২৪ জুন ধার্য করা হয়েছে।
আরও পড়ুন:
এইচডিবি ফিন্যান্সের আইপিওর লটের আকার ২০। অর্থাৎ প্রতি লগ্নিকারীকে কমপক্ষে ২০টি স্টকের জন্য আবেদন করতে হবে। এর পর ২০র গুণিতকে শেয়ার হাতে পেতে ঝাঁপাতে পারেন তাঁরা। সংশ্লিষ্ট সংস্থার শেয়ারের ফেসভ্যালুর ৭০ এবং ৭৪ গুণ দাঁড়িয়েছে এর ফ্লোর প্রাইস এবং ক্যাপ প্রাইস।
এইচডিবি ফিন্যান্স যোগ্য প্রাতিষ্ঠানিক ক্রেতাদের (কোয়ালিফায়েড ইনস্টিটিউশনাল বায়ার্স) জন্য আইপিওর যে পরিমাণ স্টক সংরক্ষিত রেখেছে তার পরিমাণ ৫০ শতাংশের বেশি নয়। অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে ১৫ শতাংশ শেয়ার। বাকি ৩৫ শতাংশে খুচরো লগ্নিকারীরা আবেদন করতে পারবেন। কর্মচারী সংরক্ষণ অংশে ২০ কোটি টাকা পর্যন্ত স্টক ধরে রাখা হয়েছে। এ ছাড়া এইচডিএফসি ব্যাঙ্কের লগ্নিকারীদের সংরক্ষিত অংশে আছে ১২ হাজার ৫০০ কোটি টাকা মূল্যের শেয়ার।
আগামী ৩০ জুন, সোমবার আইপিওর শেয়ার বরাদ্দ করবে এইচডিবি ফিন্যান্স। ঠিক তার পরের দিন মঙ্গলবার, ১ জুলাই যাঁদের নামে স্টক বরাদ্দ হয়নি, তাঁরা টাকা ফেরত পাবেন। তবে ডিম্যাট অ্যাকাউন্টে ওই টাকা জমা হতে আরও একটা দিন সময় লাগবে। ২ জুলাই, বুধবার বম্বে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে সংশ্লিষ্ট এনবিএফসির তালিকাভুক্তির সম্ভাবনা রয়েছে।
এই আইপিওতে ২,৫০০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করার পরিকল্পনা রয়েছে এইচডিবি ফিন্যান্সের। এইচডিএফসি ব্যাঙ্কের তরফে ১০ হাজার কোটি টাকার স্টক বিক্রির প্রস্তাব করা হয়েছে। ধূসর বাজারে (পড়ুন গ্রে মার্কেট) এর শেয়ার ৮৩ টাকা প্লাসে বিক্রি হচ্ছে বলে জানা গিয়েছে। ব্রোকারেজ ফার্মগুলির অনুমান, তালিকাভুক্তির সময়ে সংশ্লিষ্ট এনবিএফসিটির শেয়ারের দাম উঠবে ৮২৩ টাকা। সে ক্ষেত্রে ওই সময়ে ১১.২২ শতাংশ মুনাফা করবেন লগ্নিকারীরা।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)