ভারতের উপরে ২৫% পাল্টা শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আপত্তি তুলে ২৭ অগস্ট থেকে আরও ২৫% শুল্ক চাপানোর কথা রয়েছে। এই অবস্থাতেও চাপের মুখে যে ভারত মাথা নামাবে না, তা ফের স্পষ্ট করল নয়াদিল্লি। সোমবার বৈদেশিক বিষয়ক কমিটির বৈঠকেরপরে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মস্কো থেকে তেল কেনা চালাবে দেশ। পাশাপাশি, আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়েও কথা চলবে বলে জানিয়েছে কেন্দ্র। তবে এ দিনই ভারতকে রাশিয়ার তেলের বৃহত্তম বা দ্বিতীয় বৃহৎ ক্রেতা উল্লেখ করে ট্রাম্পের দাবি, এ দেশের পণ্যে শুল্ক চাপা মস্কোর উপরে ‘বড় ধাক্কা’। যাদের অর্থনীতি ভাল করছে না।
এ দিন বিদেশ মন্ত্রকের বক্তব্য, বাণিজ্য চুক্তি নিয়ে পরবর্তী দফার আলোচনা বাতিলের জন্য সরকারি বার্তা ট্রাম্প প্রশাসনের তরফে আসেনি। বরং আলোচনায় আমেরিকারচাষিদের বিপুল ভর্তুকির কথা তোলা উচিত বলে মত কমিটির একাধিক সদস্যের। কেন্দ্রের দাবি, আমেরিকা-ভারতের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীর। যার হাত ধরে আর্থিক অনিশ্চয়তার মধ্যেও তাহাউর রাণাকে ভারতে ফেরানো গিয়েছে। পেহলগামে হামলার নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। নয়াদিল্লির আশা, বাণিজ্য সমস্যারও সমাধান বার হবে।
যদিও এর মধ্যেই লোকসভায় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধরির দাবি, ট্রাম্পের শুল্কের প্রভাব ভারতের রফতানিতে কতটা পড়বে, তা নির্ভর করবে নানা বিষয়ের উপরে। যার মধ্যে রয়েছে পণ্যের চাহিদা ও মান, বরাতের জন্য হওয়া চুক্তিকে মান্যতা দেওয়া। তবে আমেরিকায় রফতানি হওয়া প্রায় ৫৫% পণ্যের উপরে প্রভাবের কথা স্বীকার করেছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)