রিজ়ার্ভ ব্যাঙ্ক বলেছিল, ব্যাঙ্কে তিন ঘণ্টার মধ্যে চেক ভাঙিয়ে অ্যাকাউন্টে নগদ জমা পড়ার সুবিধা চালু হবে ৪ অক্টোবর থেকে। সেই মতো তা চালুও হয়। কিন্তু অভিযোগ ওঠে, বহু ব্যাঙ্কেই ওই সুবিধা পাওয়া যাচ্ছে না। বরং আগের চেয়েও দেরি হচ্ছে। ব্যবস্থাগত ত্রুটির কথা মেনে নেয় শীর্ষ ব্যাঙ্কও। এ বার গ্রাহক অসন্তোষের মুখে তারা আর কোনও ঝুঁকি না নিয়ে গোটা ব্যবস্থাটা চালু হওয়ার দিন ২০২৬-এর ৩ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দিল।
সূত্রের দাবি, তিন ঘণ্টায় চেক ক্লিয়ারিং কার্যকর করার পরিকাঠামো ঠিক মতো গড়ে তোলার জন্য ব্যাঙ্ক এবং ক্লিয়ারিংয়ের দায়িত্বে থাকা এনপিসিআই-কে আরও সময় দিচ্ছে আরবিআই। তবে যতদিন না ওই ব্যবস্থা চালু হয়, ততদিন চেক যে দিন জমা পড়বে ব্যাঙ্কে, সেই দিনই তা ভাঙানো হবে। পুরনো ব্যবস্থায় জমার পরের দিন তা নগদ হত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)