মেট্রো লাইন-সহ কলকাতা টেলিকম এলাকায় টেলিকম সংস্থাগুলির পরিষেবা নিয়ে রিপোর্ট প্রকাশ করল এই ক্ষেত্রের নিয়ন্ত্রক ট্রাই। তাদের দাবি, এই অঞ্চলে ফোন কলের ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারতী এয়ারটেল। ফোন কল সংযোগের (সেট আপ) ক্ষেত্রে তারা ১০০% সফল। তবে কল সংযোগ সম্পূর্ণ করতে রিলায়্যান্স জিয়োর সময় লাগে ০.৫৮ সেকেন্ড। সেখানে এয়ারটেলের লাগে ০.৭৮ সেকেন্ড। তাৎপর্যপূর্ণ ভাবে লাইন কেটে যাওয়া (কল ড্রপ) সবচেয়ে কম ভোডাফোন আইডিয়ার (ভি), মাত্র ০.১১%। যারা আর্থিক এবং পরিকাঠামোগত ভাবে যথেষ্ট চাপে। এয়ারটেলের কল ড্রপ ০.২২%।
অন্য দিকে, কলকাতা টেলিকম এলাকায় ডেটা পরিষেবায় সামান্য এগিয়ে রয়েছে জিয়ো। তাদের ডাউনলোডের গতিবেগ প্রায় ২৭০ এমবিপিএস। এয়ারটেলের ক্ষেত্রে এই গতি ২৬২ এমবিপিএস। আর ৫জি হটস্পটের ক্ষেত্রে বাকিদের তুলনায় এগিয়ে এয়ারটেল।
কলকাতার মেট্রো লাইনগুলির মধ্যে টেলিকম পরিষেবার দিক থেকে সবচেয়ে উদ্বেগজনক অবস্থা দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের। ট্রাই জানিয়েছে, এই রুটে কল ড্রপের হার অনেকটাই বেশি। বিএসএনএল প্রায় ১৮% কল ড্রপ নিয়ে শীর্ষে রয়েছে। আর ভি-এর হার সবচেয়ে কম (৩.৫৭%)। আর ডেটার ক্ষেত্রে এয়ারটেলের পরিষেবা সবচেয়ে ভাল, গতি ১৫৪ এমবিপিএস। জিয়োর ১৩৫.৬। বিএসএনএল এবং ভি অনেকটা পিছিয়ে। গত ৯-২৪ জুলাই কলকাতার চারটি মেট্রো রুট-সহ গোটা কলকাতা টেলিকম এলাকায় এই পরীক্ষা চালিয়েছে ট্রাই। কলকাতা পিনকোড এলাকা ছাড়াও হাওড়া ও হুগলি জেলার একাংশ এর অন্তর্ভুক্ত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)