Advertisement
E-Paper

মাসুলের লড়াই ব্রডব্যান্ডের ময়দানে

এরই মধ্যে এ বার তারের মাধ্যমে আরও দ্রুত ব্রডব্যান্ড পরিষেবার ফাইবার টু দ্য হোম (এফটিটিএইচ) প্রযুক্তি নিয়ে সেই লড়াই বাধার ইঙ্গিত টেলি শিল্পে।

দেবপ্রিয় সেনগুপ্ত

শেষ আপডেট: ১৪ জুন ২০১৮ ০২:৩৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মোবাইলে মাসুল যুদ্ধের আলোড়ন থিতু হয়নি এখনও। এরই মধ্যে এ বার তারের মাধ্যমে আরও দ্রুত ব্রডব্যান্ড পরিষেবার ফাইবার টু দ্য হোম (এফটিটিএইচ) প্রযুক্তি নিয়ে সেই লড়াই বাধার ইঙ্গিত টেলি শিল্পে।

সংস্থা এখনও সরকারি ভাবে ঘোষণা না করলেও বাজারে খবর, এ বছর রিলায়্যান্স জিয়ো এফটিটিএইচ পরিষেবা চালু করবে। কিছু জায়গায় পরীক্ষামূলক ভাবে তা চালুও হয়েছে। এই অবস্থায় কোমর বাঁধছে বিএসএনএল, এয়ারটেল, ভোডাফোনের মতো সংস্থাও। ফলে এ বার ব্রডব্র্যান্ড পরিষেবাতেও তৈরি হচ্ছে মাসুল যুদ্ধের সম্ভাবনা।

বর্তমানে তারের মাধ্যমে ব্রডব্যান্ড পরিষেবা দেয় বিভিন্ন সংস্থা। যার গতি (১০-২৪ এমবিপিএস) ও স্থায়িত্ব মোবাইল প্রযুক্তির চেয়ে বেশি। এ ক্ষেত্রে সংস্থার মূল পরিকাঠামোয় অপটিক্যাল ফাইবার কেব্‌ল (ওএফসি) থাকলেও, সাধারণত গ্রাহকের বাড়ি পর্যন্ত তামা বা বিশেষ তার দিয়ে পরিষেবা যায়। কিন্তু আরও বেশি গতির নেটের জন্য গ্রাহকের বাড়ি পর্যন্ত ওএফসি বসাতে হয়। সেই কাজই হয় এফটিটিএইচ প্রযুক্তিতে।

সূত্রের খবর, বছর দেড়েক আগে কেনা ইউ ব্রডব্যান্ডের মাধ্যমে এফটিটিএইচ পরিষেবা ছড়াবে ভোডাফোন। কলকাতা-সহ দেশের কয়েকটি জায়গায় তা চালু করেছে এয়ারটেল। ক্যালকাটা টেলিফোন্সের সিজিএম এস পি ত্রিপাঠি জানান, পরিষেবা আরও বাড়াতে এই অর্থবর্ষে ২,০০০ কিমি ওএফসি বসাবেন।

এফটিটিএইচ কী?

• পুরো নাম ফাইবার টু দ্য হোম

• টেলি সংস্থার মূল নেটওয়ার্ক থেকে গ্রাহকের দরজা পর্যন্ত পৌঁছয় অপটিক্যাল ফাইবার

• নেটের গতি হতে পারে প্রতি সেকেন্ডে ১০০-১,০০০ এমবি

• একই সঙ্গে অনেক বেশি সংখ্যক মোবাইল, ল্যাপটপ বা টিভিতে নেট ব্যবহার করা যায়

FTTH Broadband plan Mobile ফাইবার টু দ্য হোম এফটিটিএইচ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy