পেট্রোল-ডিজেল এবং রান্নার গ্যাসের পরে এ বার ফের বাড়ল বিমান-জ্বালানি এটিএফের দর। চলতি বছরে এই নিয়ে ১০। এ দফায় দর বেড়েছে ৫.৩ শতাংশ। অর্থাৎ প্রতি কিলোলিটারে প্রায় ৬,১৮৮ টাকা!
এর ফলে দিল্লিতে এক কিলোলিটার এটিএফের দাম হল প্রায় ১ লক্ষ ২৩ হাজার ৩৯ টাকা। কলকাতায় ১ লক্ষ ২৭ হাজার ৮৫৪ টাকা, মুম্বইয়ে ১ লক্ষ ২৭ হাজার ৮৪৭ টাকা এবং চেন্নাইয়ে ১ লক্ষ ২৭ হাজার ২৮৬ টাকা। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির দাবি, বিশ্ব বাজারে জ্বালানির চড়া দামের প্রভাবই পড়ছে দেশে।