Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Reliance

১৮২ কোটি টাকায় আসবাবের খুচরো বিপণি সংস্থা ‘আরবান ল্যাডার’ কিনে নিল রিলায়্যান্স

রিলায়্যান্সের তরফে রবিবার জানানো হয়েছে, ১৮২ কোটি টাকার বিনিময়ে আরবান ল্যাডার-এর ৯৬ শতাংশ শেয়ার কিনে নিয়েছে তারা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ১৮:১৬
Share: Save:

দেশের অনলাইন খুচরো ব্যবসায় আগেই নেমেছিল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। এ বার আসবাবের অনলাইন খুচরো বিপণি সংস্থা ‘আরবান ল্যাডার’-এর ৯৬ শতাংশ শেয়ার কিনে অনলাইন খুচরো বিপণিতে সাম্রাজ্য বিস্তারে আরও এক ধাপ এগলো তারা।

রিলায়্যান্সের তরফে রবিবার জানানো হয়েছে, ১৮২ কোটি টাকার বিনিময়ে আরবান ল্যাডার-এর ৯৬ শতাংশ শেয়ার কিনে নিয়েছে তারা। সূত্রের খবর, গত কয়েক মাস ধরেই আরবান ল্যাডার-এর সঙ্গে এ নিয়ে কথা চালাচ্ছিল মুকেশ অম্বানীর সংস্থা। ওয়ালমার্ট, ফ্লিপকার্টের সঙ্গে টেক্কা দিতে খুচরো অনলাইন বিপণিতে নামে রিলায়্যান্স। গ্রসারি, ইলেক্ট্রনিক্স এবং জামাকাপড়ের মতো অনলাইন খুচরো বিপণিতে আগেই নেমেছে তারা। এ বার খুচরো আসবাবের অনলাইন বিপণিতেও নাম লেখাল রিলায়্যান্স।

রিলায়্যান্স জানিয়েছে, আরবান ল্যাডার-এর পুরো মালিকানাই কেনার পরিকল্পনা রয়েছে তাদের। এর পর ২০২৩-এর ডিসেম্বরে আরও ৭৫০ কোটি টাকা লগ্নি করা হবে ওই সংস্থায়।

আরও পড়ুন: বিদ্যুৎ মাসুল চড়া, দুর্গাপুরে সরছে মিকি মেটালস

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Reliance Retail Market
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE