নতুন ব্যবস্থায় চেক ভাঙানো নিয়ে সমস্যার কথা শেষ পর্যম্ত কবুল করল রিজ়ার্ভ ব্যাঙ্ক। এ মাসের চার তারিখ তিন ঘণ্টার মধ্যে চেক ভাঙিয়ে গ্রাহকের অ্যাকাউন্টে নগদ জমার নিয়ম চালু হয়। কিন্তু অভিযোগ, বহু ব্যাঙ্কেই তা হচ্ছে না। মঙ্গলবার আরবিআই জানায়, চেক ভাঙানোয় দেরি হওয়ার জন্য ব্যাঙ্ক এবং এনপিসিআই, দু’পক্ষই দায়ী। বিষয়টি নিয়ে আলোচনা চালাচ্ছে তারা। তবে শীর্ষ ব্যাঙ্ক সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে দাবি করলেও, গ্রাহকেরা অভিযোগ করেছেন সে দিনও।
আরবিআই জানিয়েছে, নতুন ব্যবস্থা চালুর পর থেকে মোট ৮,৪৯,৫৫৭ কোটি টাকার ১.৪৯ কোটি চেক ক্লিয়ারিং হয়েছে। সেগুলির ক্ষেত্রেই প্রাথমিক নানা সমস্যা সামলাতে হচ্ছে ব্যাঙ্ক এবং এনপিসিআইকে।
পুরনো নিয়মে চেক জমার পরে এক দিনে ক্লিয়ার হয়ে অ্যাকাউন্টে জমা পড়ত টাকা। তখন ব্যাঙ্কগুলি দিনভর জমা হওয়া সমস্ত চেক একসঙ্গে ক্লিয়ারিংয়ের জন্য পাঠাত। এখন তিন ঘণ্টার মধ্যে ভাঙাতে সেগুলি একসঙ্গে যাবে না। যখন যেমন জমা পড়বে, তখন তেমন এনপিসিআইয়ের কাছে যাতে ব্যাঙ্কগুলি তা পাঠায়, তার বন্দোবস্ত করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)