ভারত ও আমেরিকা বাগ্যুদ্ধের মধ্যেই দিল্লির পাশে দাঁড়াল রাশিয়া। জানাল, জাতীয় স্বার্থে বাণিজ্য ও আর্থিক সহযোগী নির্বাচন করার অধিকার আছে সার্বভৌম রাষ্ট্রের।
সোমবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ভারতীয় পণ্যের উপরে ২৫ শতাংশের অনেক বেশি শুল্ক বসাবেন তিনি। কারণ, ভারতীয় সংস্থাগুলি রুশ তেল কিনে খোলা বাজারে বিক্রি করে মুনাফা গুনছে এবং রাশিয়াকে যুদ্ধে ‘সাহায্য’ করে চলেছে। তার পরেই পাল্টা আক্রমণ শানায় দিল্লি। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন মস্কোর সঙ্গে কী ভাবে ব্যবসা করছে তা পরিসংখ্যান নিয়ে দেখিয়ে দেয় সরকার। আর আজ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘‘আমরা বিশ্বাস করি সার্বভৌম দেশগুলির অবশ্যই তাদের বাণিজ্য ও আর্থিক সহযোগী নির্বাচন করার অধিকার আছে।’’ এই টানাপড়েনের মধ্যে রাশিয়া সফরে গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। চলতি মাসেই সে দেশে যাওয়ার কথা রয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের।
আজই চিনের বাজারে বেশি ব্যবসা করা নিয়ে বিভিন্ন ভারতীয় সংস্থার সঙ্গে সাংহাইয়ে বৈঠক করেছেন ভারতের বাণিজ্যিক রাষ্ট্রদূত প্রতীক মাথুর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)