রিজ়ার্ভ ব্যাঙ্ক তদন্ত শুরু করেছে। এ বার সেবি-ও ইন্দাসইন্ড ব্যাঙ্কের হিসাব গরমিলের তদন্ত করবে বলে জানালেন বাজার নিয়ন্ত্রকটির চেয়ারম্যান তুহিনকান্ত পাণ্ডে। আজ বণিকসভা অ্যাসোচ্যামের এক কর্মসূচির ফাঁকে তিনি জানান, এই ঘটনায় বেসরকারি ব্যাঙ্কটির পদস্থ আধিকারিকদের ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে চান তাঁরা। এই কেলেঙ্কারিতে প্রায় ৩৪০০ কোটি টাকা জড়িয়ে।
ডেরিভেটিভ, ক্ষুদ্র ঋণ এবং হিসাবের খাতায় বড় গরমিল ধরা পড়ার পর থেকেই বেকায়দায় রয়েছে ইন্দাসইন্ড ব্যাঙ্ক। একাধিক পদস্থ আধিকারিক ইস্তফা দিয়েছেন। চলছে অভ্যন্তরীণ এবং ফরেনসিক তদন্ত। এরই মধ্যে গতকাল ব্যাঙ্কটির পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে, এই কেলেঙ্কারিতে ব্যাঙ্কেরই কোনও কর্মী জড়িত কি না, তা তদন্ত করে দেখার আবেদন জানানো হবে তদন্তকারী সংস্থা এবং নিয়ন্ত্রকগুলিকে। তার পরে তুহিনকান্তের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ।
সেবি চেয়ারম্যান বলেন, ‘‘রিজ়ার্ভ ব্যাঙ্ক তদন্ত করছে। যে অংশটুকুর সঙ্গে সেবি-র সম্পর্ক আছে, সেখানে সেবি তদন্ত করছে। সংস্থার কোনও দ্বায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি জড়িত থাকেন, তা খতিয়ে দেখছি আমরা।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)