সমপ্রেমীদের জন্য এ বার বিশেষ ভাবে উদ্যোগী হল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এলজিবিটিকিউ সম্প্রদায়ের জন্য হ্যাশট্যাগ ওয়ার ইয়োর প্রাইড কর্মসূচি নিল এই গয়নার বিপণি। ‘প্রাইড মান্থে’ সমস্ত লিঙ্গের সমানাধিকারের উদ্যাপনে এই বিশেষ উদ্যোগ।
এ বিষয়ে দু’টি ফিল্মের প্রকাশ করেছে সেনকো। যার একটিতে নিজের প্রেমিকার সঙ্গে দেখা গিয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসাডর দ্যুতি চাঁদকে। যেখানে ‘ভালবাসার স্বাধীনতার’ বার্তা দিয়েছেন দ্যুতি। অন্য ছবিটি হয়েছে সেনকোর রূপান্তরকামী কর্মী রুপুর জীবনী নিয়ে।
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ক্যামাক স্ট্রিটের শোরুমে গত পাঁচ বছর ধরে কাজ করছেন রূপান্তরকামী রুপু। তাঁর জীবনসংগ্রামের কাহিনিই তুলে ধরা হয়েছে এক ভিডিয়োতে। রুপুর গল্প যাতে এই সমাজের আরও অনেককে অনুপ্রাণিত করতে পারে, সেই লক্ষ্যেই এই প্রয়াস বলে জানা গিয়েছে।