Advertisement
০২ মে ২০২৪
Share Market News

এগোচ্ছে শেয়ার বাজার, ৩২৯ পয়েন্ট উঠল সেনসেক্স, ৯৩ পয়েন্ট উত্থান নিফটির

দিনের শেষে শুক্রবারের তুলনায় ৩২৯.৮৫ পয়েন্ট উঠে ৬৪১১২.৬৫ পয়েন্টে শেষ করল সেনসেক্স। অন্য দিকে, ৯৩.৬৫ পয়েন্ট বেড়ে ১৯১৪০.৯০ পয়েন্টে থামল নিফটি।

Share market: sensex rises 329 points nifty up 93 points

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ ১৫:৫৯
Share: Save:

অল্প অল্প করে এগোচ্ছে শেয়ার বাজার, শুক্রবারের পর সোমবারও সবুজের ঘরেই শেষ করল সেনসেক্স, নিফটি। এ দিন সকাল থেকেই ঊর্ধ্বমুখী শেয়ার বাজারের সূচক। দিনের শেষে শুক্রবারের তুলনায় ৩২৯.৮৫ পয়েন্ট উঠে ৬৪১১২.৬৫ পয়েন্টে শেষ করল সেনসেক্স। অন্য দিকে, ৯৩.৬৫ পয়েন্ট বেড়ে ১৯১৪০.৯০ পয়েন্টে থামল নিফটি।

সেক্টরগুলির তালিকায় সোমবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) লাভ করেছে রিয়্যালটি, ইন্ডিয়া ডিজিটাল, ব্যাঙ্ক। বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) এই তালিকায় রয়েছে রিয়্যালটি, টেলিকম, এনার্জি। বিএসইতে এ দিন সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে অটো, কনজিউমার ডিউরেবলস, এফএমসিজি। এনএসইতে ক্ষতির তালিকায় সবার উপরে অটো, এফএমসিজি।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সংস্থাগুলির তালিকায় সপ্তাহের প্রথম দিন সেনসেক্সে লাভ করেছে আলট্রাটেক সিমেন্ট, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাঙ্ক। নিফটিতে এই তালিকায় রয়েছে ভারত পেট্রলিয়াম, আলট্রাটেক সিমেন্ট, ওএনজিসি। সেনসেক্সে সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে টাটা মোটরস, মারুতি সুজুকি। নিফটিতে এই তালিকায় রয়েছে ইউপিএল, টাটা মোটরস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE