Advertisement
২০ এপ্রিল ২০২৪
Share Market

ঘুরে দাঁড়াতে পারল না শেয়ার বাজার, মাসের প্রথম দিনেই ক্ষতির মুখে ব্যাঙ্ক এবং ফিন্যান্স সেক্টর

বৃহস্পতিবার সেক্টরগুলির মধ্যে সেনসেক্সে সবচেয়ে ভাল ফল করল রিয়্যালটি, হেলথ কেয়ার, স্মল ক্যাপ, ইউটিলিটি। প্রসঙ্গত বুধবারও ঊর্ধ্বমুখী ছিল রিয়্যালটি এবং ফার্মা।

Image of Upwards Graph.

শেয়ার বাজারে উত্থান মহিন্দ্রা টাটা মোটরস, এশিয়ান পেন্টস-এর ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০১ জুন ২০২৩ ১৬:৪৮
Share: Save:

সকাল থেকেই টালমাটাল অবস্থা বজায় ছিল শেয়ার বাজারে। সেনসেক্সে এ দিনের সর্বোচ্চ সূচক ছিল ৬২৭৬২ পয়েন্ট, সর্বনিম্ন সূচক ছিল ৬২৩৫৯ পয়েন্ট। একই অবস্থা বজায় ছিল নিফটিতেও। দিনের শেষে সেনসেক্স থামল ৬২,৪২৮ পয়েন্টে, নিফটি ১৮৪৮৭ পয়েন্টে।

Image Share Market.

আজকের শেয়ার বাজার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

বৃহস্পতিবার সেক্টরগুলির মধ্যে সেনসেক্সে সবচেয়ে ভাল ফল করল রিয়্যালটি, হেলথ কেয়ার, স্মল ক্যাপ, ইউটিলিটি। প্রসঙ্গত বুধবারও ঊর্ধ্বমুখী ছিল রিয়্যালটি এবং ফার্মা। এ দিন নিফটি ৫০-এ বাজিমাত করল অ্যাপোলো হসপিটালস, সংস্থাটি বাজারদর ৪.১৬% বেড়েছে। সেনসেক্সে লাভবান হয়েছে টাটা মোটরস, ইউনিলিভার, এশিয়ান পেন্টস। অন্য দিকে মাসের প্রথম দিন সেনসেক্সে সর্বোচ্চ ক্ষতির তালিকায় ভারতী এয়ারটেল, কোটাক ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক।

৩১ মে জিডিপি ঘোষণার পর থেকেই বিনিয়োগকারীরা তাকিয়ে ছিলেন বৃহস্পতিবারের শেয়ার বাজারের দিকে। পূর্বাভাসকেও ছাপিয়ে গিয়ে জিডিপি বৃদ্ধির হার হয়েছে ৭.২%। প্রধানমন্ত্রী যা নিয়ে সন্তোষপ্রকাশ করলেও শেয়ার বাজারে দিনটা আশানুরূপ গেল না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE