আলাস্কায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, এর পরে সম্ভবত অতিরিক্ত আমদানি শুল্ক বসানোর প্রয়োজন হবে না। অন্য দিকে তিনি এ-ও দাবি করেছেন, রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ করে দিয়েছে। অথচ জ্বালানি ক্ষেত্রের উপদেষ্টা তথা তথ্য বিশ্লেষণকারী আন্তর্জাতিক সংস্থা কেপলারের পরিসংখ্যান অনুযায়ী, অগস্টে এখনও পর্যন্ত রুশ তেল কেনায় কোনও রকম ক্ষান্ত দেয়নি ভারতীয় শোধনাগারগুলি।
কেপলারের তথ্য জানাচ্ছে, চলতি মাসে এখনও পর্যন্ত প্রত্যেক দিন গড়ে ৫২ লক্ষ ব্যারেল তেল কিনেছে ভারত। এর মধ্যে ২০ লক্ষ ব্যারেল বা ৩৮ শতাংশই এসেছে রাশিয়া থেকে। যে অনুপাত গত কয়েক মাসের তুলনায় খুব একটা কম নয়। কারণ, তথ্য বিশ্লেষণ সংস্থাটির পরিসংখ্যানই বলছে, এর আগে জুলাইয়ে রাশিয়া থেকে দিনে ১৬ লক্ষ ব্যারেল তেল কিনেছিল ভারত। অর্থাৎ, চলতি মাসে শুল্কের মুখে দাঁড়িয়ে রুশ তেল আমদানির পরিমাণ বাড়িয়েছে সংস্থাগুলি। বরং ইরাক এবং সৌদি আরব থেকে তারা আমদানি কমিয়েছে। আমেরিকা এ দেশে তেল পাঠানোয় রয়েছে পঞ্চম স্থানে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)