অবসরের পর প্রতি মাসে লাখ টাকা পেনশন পেতে চান? জাতীয় পেনশন প্রকল্প বা এনপিএসে (ন্যাশনাল পেনশন স্কিম) লগ্নিতে রয়েছে সেই সুযোগ। এর জন্য কম বয়সে বিনিয়োগ করতে হবে, এমনটা নয়। ৪০ বছরে পৌঁছে এনপিএসে টাকা রাখলেও মাসিক পেনশনের অঙ্ক লাখ টাকায় পৌঁছতে পারে। কিন্তু কী ভাবে? তারই হদিস রইল আনন্দবাজার ডট কমের এই প্রতিবেদনে।
উল্লেখ্য, প্রতি মাসে এক লক্ষ টাকা পেনশন পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিতে ৬০ বছরের মধ্যে এনপিএস তহবিলে জমা করতে হবে পাঁচ কোটি টাকা। ৪০-এ এতে টাকা রাখা শুরু করলে মাত্র ২০ বছর বিনিয়োগের সুযোগ পাবেন তিনি। ফলে প্রতি মাসে অন্তত ৬৫ হাজার টাকা জমা দিতে তাঁকে।
আরও পড়ুন:
এনপিএসে সুদের হার সুনির্দিষ্ট নয়। শেয়ার বাজারের ওঠা-নামার উপরে নির্ভর করবে এর সূচক। তবে আর্থিক বিশ্লেষকদের দাবি, সাধারণ ভাবে একজন ব্যক্তি এতে নয় থেকে ১২ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন। উল্লেখ্য, মাসে ৬৫ হাজার টাকা লগ্নি করলে সুদের হার ১০ শতাংশ হলেই পেনশনের অঙ্ক লাখ টাকায় পৌঁছে যাবে, বলছেন আর্থিক বিশ্লেষকেরা।
কেন্দ্রের চালু করা এনপিএসের নিয়ন্ত্রণকারী সংস্থা হল ‘পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি’ বা পিএফআরডিএ। এটি কোনও বাধ্যতামূলক প্রকল্প নয়। ইচ্ছুক কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এতে বিনিয়োগ করতে পারেন। এর সবচেয়ে বড় সুবিধা হল অবসরের পর সংশ্লিষ্ট তহবিল থেকে তুলে নেওয়া অর্থের উপরে গ্রাহককে দিতে হবে না কোনও কর। যদিও তাতে বেশ কিছু শর্ত রয়েছে।
এনপিএসের নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট সরকারি কর্মচারী ৬০ বছরে পৌঁছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তহবিল থেকে বিনা করে তুলে নিতে পারবেন। মোট জমানো অর্থের ৬০ শতাংশ করমুক্ত ভাবে উত্তোলনের অধিকার রয়েছে তাঁর। কিন্তু বাকি অর্থ বার্ষিকি পরিকল্পনা কেনার জন্য খরচ করতে হবে। এই বার্ষিকি পরিকল্পনার ক্ষেত্রে করের বিষয়টি নির্ভর করবে গ্রাহকের আয়ের উপর। তবে ওই লগ্নির জন্যেও প্রতি মাসে কিছু টাকা পাবেন তিনি।