পরিকাঠামোয় উন্নতি ও দেশের বাজারে চাহিদা বৃদ্ধি করে অর্থ ব্যবস্থাকে চাঙ্গা করা— এই দুই স্তম্ভের উপরে দাঁড়িয়ে কেন্দ্র ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যমাত্রা নিয়েছে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। আজ মুম্বইয়ে আন্তর্জাতিক আর্থিক প্রযুক্তি সম্মেলনে (গ্লোবাল ফিনটেক ফেস্ট) তাঁর বক্তব্য, প্রযুক্তিকে দূরে সরিয়ে রেখে এই অগগ্রতি অসম্ভব। একই কর্মসূচিতে আর্থিক প্রযুক্তি সংস্থাগুলির উদ্দেশে রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মলহোত্রের আহ্বান, এমন পণ্য ও পরিষেবা তৈরি করতে হবে, যা ব্যবহার করা সাধারণ মানুষের পক্ষে সহজতর হয়। তা হলেই তাঁদের দ্রুত অর্থ ব্যবস্থার মধ্যে নিয়ে আসা সম্ভব হবে।
গয়ালের বক্তব্য, উচ্চ মানের প্রতিভা, দক্ষতা, পণ্য ও পরিষেবা এবং ঠিক সময়ে সরবরাহের ভাবমূর্তির জন্য বিশ্ব এখন ভারতের দিকে তাকিয়ে থাকে। এ দেশের উপরে আস্থা ও বিশ্বাস বাড়ছে তাদের। তিনি বলেন, ‘‘আমার মতে স্বাধীনতার ১০০ বছরে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হয়ে ওঠার পথে কোনও শক্তিই ভারতকে বাধা দিতে পারবে না। কিন্তু প্রযুক্তি এবং ডিজিটাল বিশ্বকে গ্রহণ না করে তা সম্ভব নয়। সমান গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বোঝাপড়াও।’’ দুই দশকের মধ্যে ভারত ৩০, ৩২ কিংবা ৩৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতিও হয়ে উঠতে পারে বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
মলহোত্র জানান, ভারতে এখন আর্থিক প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রায় ১০ হাজার সংস্থা রয়েছে। কিন্তু প্রযুক্তি এমন ভাবে তৈরি করতে হবে, যাতে প্রবীণ নাগরিক এবং প্রযুক্তি-সাক্ষরতা কম এমন নাগরিকেরাও তা ব্যবহার করতে পারেন। তবেই আর্থিক উন্নয়নে সকলকে যুক্ত করা যাবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)