Advertisement
E-Paper

এক দিনে বাজার থেকে উধাও ১.১ লক্ষ কোটি ডলার! ভারতের উপরে শুল্ক চাপানোর ‘সাজা’ হাতেনাতে পেলেন ট্রাম্প!

ভারত-সহ ৬৮টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের উপরে শুল্ক চাপানোর সাজা কড়ায় গন্ডায় পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার, ১ অগস্ট ওয়াল স্ট্রিটের শেয়ার বাজারে নামে ধস। এক দিনে ১.১ লক্ষ কোটি টাকা হারিয়েছেন আমেরিকার বিনিয়োগকারীরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১৮:১৪
Representative Picture

—প্রতীকী ছবি।

ভারতের সঙ্গে শুল্ক-যুদ্ধের ঘোষণায় মার্কিন লগ্নিকারীদের মাথায় হাত! ওয়াল স্ট্রিটের শেয়ার বাজারে নামল ধস। অগস্টের প্রথম দিনেই সেখান থেকে উবে গিয়েছে ১.১ লক্ষ কোটি ডলার। খুব দ্রুত এই অবস্থার বদল হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন আর্থিক বিশ্লেষকেরা। ফলে শুল্ক নিয়ে একগুঁয়েমির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা আরও হ্রাস পাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার, ১ অগস্ট বাজার বন্ধ হলে দেখা যায় শেয়ার সূচক ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ কমেছে ১.৩ শতাংশ। এ ছাড়া এসঅ্যান্ডপি-৫০০ এবং নাসডাক কম্পোজ়িটে ১.৬ এবং ২.২৪ শতাংশের পতন দেখা গিয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, দিনের মধ্যে কখনওই লাল রঙের সীমা পেরোতে পারেনি কোনও সূচক।

মার্কিন ব্রোকারেজ় ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল এবং মে মাসের পর এক দিনে সর্বাধিক পতন হয়েছে দু’টি শেয়ার সূচকের। সেগুলির নাম নাসডাক এব‌ং এসঅ্যান্ডপি-৫০০। অন্য দিকে, শেষ এক মাসের নিরিখে শুক্রবার সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছে ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ।

শেয়ার বাজারে ধস নামার পাশাপাশি মার্কিন প্রশাসনের রক্তচাপ বাড়িয়েছে আরও একটি বিষয়। সেটা হল দুর্বল কর্মসংস্থান। ১ অগস্ট এই সংক্রান্ত চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করে আমেরিকার শ্রম পরিসংখ্যান ব্যুরো। সেখানে বলা হয়েছে, এ বছরে জুলাইয়ে নতুন চাকরি পেয়েছেন মাত্র ৭৩ হাজার জন। গত মাসে এক লক্ষ কর্মসংস্থান হবে বলে আশাবাদী ছিল যুক্তরাষ্ট্রের সরকার। চাকরির বাজারের মন্দা সেখানকার অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে।

তাতেও অবশ্য কোনও রকমের হেলদোল নেই প্রেসিডেন্ট ট্রাম্পের। জুলাইয়ের শেষে পৌঁছে ভারত-সহ ৬৮টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের উপর ১০ থেকে ৪১ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপ করেন তিনি। ৭ অগস্ট থেকে সেই নিয়ম কার্যকর করা হবে বলে ঘোষণা করেছে ওয়াশিংটন। ওয়াল স্ট্রিটে ধসের একে অন্যতম বড় কারণ বলে মনে করা হচ্ছে।

Stock Market News Wall Street Donald Trump’s Tariff
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy