Advertisement
E-Paper

পুজোর মুখে বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থায় ছাঁটাইয়ের কোপে ভারতীয়েরা! নেপথ্যে সেই কৃত্রিম মেধা

পুজোর মুখে মার্কিন টেক জায়ান্ট সংস্থা ওরাকলে শুরু হয়েছে কর্মী ছাঁটাই। কর্মীর সংখ্যা কমানোর কারণ হিসাবে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিপুল পরিমাণে লগ্নি কথা জানিয়েছে সংশ্লিষ্ট মার্কিন টেক জায়ান্ট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪১
Representative Picture

প্রতীকী ছবি।

গুগ্‌ল, মাইক্রোসফ্‌টের পর ওরাকল। পুজোর মুখে এ বার ভারতীয় কর্মীদের ছাঁটাই শুরু করল এই মার্কিন টেক জায়ান্ট। বর্তমানে সংশ্লিষ্ট সংস্থাটিতে কর্মরত রয়েছেন ৩০ হাজার ভারতীয়। তাঁদের মধ্যে ক’জন কাজ হারাবেন তা অবশ্য স্পষ্ট নয়। ছাঁটাইয়ের কারণ হিসাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই) দায়ী করেছেন ওরাকল কর্তৃপক্ষ। নতুন প্রযুক্তিতে লগ্নির মাত্রা বৃদ্ধি করছে সংস্থা। এর ফলে বিশ্বব্যাপী ব্যয় হ্রাস করতে কর্মীর সংখ্যা কমাচ্ছে এই মার্কিন টেক জায়ান্ট।

সূত্রের খবর, প্রাথমিক পর্যায়ে দু’টি বিভাগের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ওরাকল। সেগুলি হল, ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার (ওসিআই) এবং ওরাকল ফিন্যান্সশিয়াল সার্ভিসেস সফট্‌অয়্যার (ওএফএসএস)। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কাজ হারান দ্বিতীয় বিভাগটিতে কর্মরত বহু ভারতীয়। বরখাস্ত হওয়া কর্মীদের একটি বিশেষ প্যাকেজ দিচ্ছে সংশ্লিষ্ট মার্কিন টেক জায়ান্ট। তাতে দু’মাসের পূর্ণ বেতন, প্রতি মাসের মূল বেতন (বেসিক পে) হিসাবে এক বছরের টাকা, গ্র্যাচুইটি এবং ছুটির অর্থ থাকছে বলে জানা গিয়েছে।

একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যানেজ়ার লেভেল-৪ (এম-৪) থেকে ইন্ডিভিজ়ুয়াল কনট্রিবিউটার (আইসি) লেভেল-১ পর্যন্ত সমস্ত পদের কর্মীদের ছাঁটাইয়ের তালিকায় রেখেছে ওরাকল। চলতি বছরের ৪ সেপ্টেম্বর এই ইস্যুতে কর্মচারীদের সঙ্গে জরুরি বৈঠক করেন ওরাকল ফিন্যান্সশিয়াল সার্ভিসেসের গ্লোবাল বিজ়নেস ইউনিটের এক্‌জ়িকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার সনি সিংহ। সেখানেই কর্মী সংখ্যা হ্রাস করার বিষয়টি স্পষ্ট করে দেন তিনি।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, গত অগস্ট থেকে কর্মীর সংখ্যা কমাতে শুরু করেছে ওরাকল। ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা এবং ফিলিপিন্সের দফতরগুলিতে ছাঁটাই করেছে সংশ্লিষ্ট মার্কিন টেক জায়ান্ট। বিশ্বব্যাপী মোট কর্মী সংখ্যার ১০ শতাংশ তারা কমাবেন বলে মনে করা হচ্ছে। তবে সেই সংখ্যা আরও বাড়তে পারে।

Job Cuts layoff Information technology Artificial Intelligence
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy