Advertisement
E-Paper

বেছে বেছে ভারতীয় কর্মীদের ছাঁটাই করছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা ‘ওরাকল’, নেপথ্যে কলকাঠি নাড়ছেন ট্রাম্প?

বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট সংস্থা ‘ওরাকল’-এ ছাঁটাইয়ের কোপে ভারতীয় তথ্যপ্রযুক্তি পেশাদারেরা। এ দেশের দফতরগুলি থেকে ১০ শতাংশ কর্মী কমাচ্ছে তারা। গোটা বিষয়টির নেপথ্যে কলকাঠি নেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? উঠছে প্রশ্ন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১৩:১৮
Representative Picture

প্রতীকী ছবি।

বেছে বেছে ভারতীয় কর্মীদের ছাঁটাই। বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট ‘ওরাকল’-এর এই সিদ্ধান্তে বিপাকে এ দেশের তথ্যপ্রযুক্তি পেশাদারেরা। সম্প্রতি, চ্যাটজিপিটির নির্মাণকারী কৃত্রিম মেধাভিত্তিক সংস্থা ‘ওপেনএআই’-এর সঙ্গে একটি চুক্তি করে ‘ওরাকল’। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছিলেন সংশ্লিষ্ট টেক জায়ান্টের কর্তারা। এর পরই স্থানীয় কর্মীদের ১০ শতাংশ ছাঁটাইয়ে সিলমোহর দেয় সংস্থা।

ভারতে দীর্ঘ দিন ধরেই ব্যবসা করছে ‘ওরাকল’। গত বছর পর্যন্ত তাদের বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, মুম্বই, পুণে, নয়ডা এবং কলকাতার দফতরে কর্মরত ছিলেন ২৮ হাজার ৮২৪ জন। সংস্থার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১০ জনে কাজ হারাচ্ছেন এক জন। এর প্রভাব মারাত্মক হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, সফট্‌অয়্যার ডেভেলপমেন্ট, ক্লাউড পরিষেবা এবং গ্রাহক সহায়তা বিভাগের কর্মীদের ‘ওরাকল’ সবচেয়ে বেশি ছাঁটাই করছে বলে জানা গিয়েছে। কাজ হারানো মোট কর্মীর সংখ্যা অবশ্য জানা যায়নি।

কর্মীসংখ্যা হ্রাস করার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে ‘ওরাকল’। সেখানে বহুজাতিক মার্কিন টেক জায়ান্টটি জানিয়েছে, ‘‘আধুনিক সময়ের সঙ্গে সঙ্গতি রেখে সংস্থার পুনর্গঠন একান্ত ভাবে প্রয়োজন হয়ে পড়েছে। সেই কারণে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।’’ কর্মচ্যুত ব্যক্তিদের কী কী আর্থিক সুযোগ-সুবিধা দেওয়া হবে, তা স্পষ্ট করেননি ‘ওরাকল’ কর্তৃপক্ষ।

তবে সংশ্লিষ্ট মার্কিন টেক জায়ান্টটি শুধু যে এ দেশের কর্মীদের ছাঁটাই করছে, এমনটা নয়। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর দফতরেও কর্মী সংখ্যা কমাচ্ছে ‘ওরাকল’। সূত্রের খবর, মেক্সিকোর ছাঁটাইয়ের অঙ্ক এ দেশের সমান হতে পারে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিশ্ব জুড়ে কৃত্রিম মেধা বা এআইয়ের (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দাপট বাড়তে থাকায় সংশ্লিষ্ট সংস্থাটি ডেটা সেন্টার এবং উচ্চমানের কম্পিউটারভিত্তিক পরিকাঠামো তৈরির জন্য কোটি কোটি ডলার লগ্নি করছে। বিশ্লেষকদের একাংশের অনুমান, খরচের ভারসাম্য বজায় রাখতে বাধ্য হয়ে এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের।

চলতি বছরে প্রায় ১৫ হাজার কর্মী সঙ্কোচন করেছে মাইক্রোসফ্‌ট। এ ছাড়া ছাঁটাইয়ের রাস্তায় হেঁটেছে অ্যামাজ়ন, মেটা ও গুগ্‌লের মতো বহুজাতিক টেক জায়ান্ট সংস্থা। এই আবহে ওপেনএআইয়ের ‘স্টারগেট’ প্রকল্পের অংশীদার হয়েছে ‘ওরাকল’। এতে মার্কিন যুক্তরাষ্ট্রে ৪.৫ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার গড়ে তোলার পরিকল্পনা করেছে ওই দুই টেক জায়ান্ট। সংশ্লিষ্টি প্রকল্পে ৫০ হাজার ডলার লগ্নি করছে তারা।

আগামী দিনে এ দেশের জয়পুর, ভোপাল, চণ্ডীগড় এবং তিরুঅনন্তপুরমে নতুন দফতর খোলার পরিকল্পনা করেছিল ‘ওয়াকল’। কিন্তু সংস্থায় কর্মী ছাঁটাইয়ের জেরে সেই সিদ্ধান্তে ধাক্কা লাগার প্রবল আশঙ্কা রয়েছে। গত জুলাই থেকে নানা ইস্যুতে ভারতকে নিয়ে বিষোদ্গার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর সঙ্গে বৈঠকের পরই এখানকার কর্মীদের গণহারে চাকরি যাওয়ায় সন্দেহ দানা বেঁধেছে। যদিও এই নিয়ে সরকারি স্তরে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Lay off Job loss Information technology Artificial Intelligence Donald Trump
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy