ফের গৃহঋণে সুদের হার বৃদ্ধি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই। এখন থেকে বাড়ি তৈরি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্র বার্ষিক ৭.৫০ থেকে ৮.৭০ শতাংশ সুদের হারে ঋণ দেবে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এসবিআইয়ের এই সিদ্ধান্তের জন্যে গ্রাহকদের মাসিক কিস্তির অঙ্ক যে বাড়তে চলেছে, তা বলাই বাহুল্য। চলতি বছরের ১ অগস্ট থেকে নতুন নিয়মে গৃহঋণ মঞ্জুর করছে স্টেট ব্যাঙ্ক। কেবলমাত্র ভাসমান সুদের হারে ঋণ গ্রহণের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে বলে জানিয়েছে তারা।
এসবিআই জানিয়েছে, গৃহঋণের ক্ষেত্রে আপার ব্যান্ডে সুদ ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য আগে ৭.৫০-৮.৪৫ শতাংশ সুদের হারে গৃহ নির্মাণ এবং ফ্ল্যাট কেনার জন্য ঋণ মঞ্জুর করছিল স্টেট ব্যাঙ্ক। সেটাই বেড়ে হয়েছে ৭.৫০-৮.৭০ শতাংশ। অর্থাৎ গৃহঋণের সুদের ক্ষেত্রে নিম্নসীমা অপরিবর্তিত রেখেছে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।
অগস্টে মুদ্রা নীতি কমিটির বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রেখেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। ফলে বর্তমানে ৫.৫৫ শতাংশ সুদের হারে কেন্দ্রীয় ব্যাঙ্কের থেকে ঋণ পাচ্ছে দেশের সমস্ত আর্থিক প্রতিষ্ঠান। আরবিআই রেপো রেটে বদল না করায় গাড়ি ও বাড়ির ঋণে সুদের হার অপরিবর্তিত থাকবে বলে মনে করা হয়েছিল। যদিও সেই রাস্তায় হাঁটল না স্টেট ব্যাঙ্ক।
আরও পড়ুন:
নতুন নিয়মে এসবিআইয়ের সর্বোচ্চ লাভ ওভারড্রাফ্ট সুবিধায় সুদের হার ৭.৭৫-৮.৯৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। তুলনামূলক ভাবে ব্যয়বহুল হয়েছে টপ আপ ঋণ। এর সুদের হার ৮-১০.৭৫ শতাংশের মধ্যে ধার্য করেছে স্টেট ব্যাঙ্ক। এছাড়া ওভারড্রাফ্ট টপ-আপ ঋণে ৮.২৫-৯.৪৫ শতাংশ, সম্পত্তির বিপরীতে নেওয়া ঋণে ৯.২০-১০.৭৫ শতাংশ, রিভার্স মর্টগেজ় ঋণে ১০.৫৫ শতাংশ এবং এসবিআই ইয়োনো ইন্সটা হোম টপ-আপ ঋণে বার্ষিক সুদের হার ৮.৩৫ শতাংশ স্থির করেছে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।