দীর্ঘ দিন ধরে দুর্বল হচ্ছে টাকা। শুধু এ মাসেই তার দামকে তলানিতে টেনে নামিয়ে এক ডলার ২ টাকা ২ পয়সারও (২%) বেশি বেড়ে গিয়েছে। গত বছর বেড়েছিল প্রায় ৫%। বিশ্লেষকদের দাবি, এর প্রভাব পড়ছে অর্থনীতিতে। টাকার দাম কমায় অর্থনীতিতে যে সব প্রভাব পড়ছে, সেগুলি হল—
- আমদানি: পণ্য আমদানির খরচ বাড়ছে। ভারতে বিদেশ থেকে আসা প্রধান পণ্যগুলির তালিকায় রয়েছে অশোধিত তেল, সোনা, কয়লা, প্লাস্টিক, লোহা, ইস্পাত ইত্যাদি।
- বিদেশি শিক্ষা ও ভ্রমণ: বিদেশে শিক্ষা ব্যয়বহুল হয়ে উঠছে। ভ্রমণের খরচও বেড়েছে বিপুল।
- মূল্যবৃদ্ধি: ফের মাথা তুলছে মূল্যবৃদ্ধির মাথাচাড়া দেওয়ার আশঙ্কা।
- রফতানি: টাকার দাম কমায় রফতানিকারীরা লাভবান হচ্ছেন। কারণ, তাঁরা ডলারের বিনিময়ে বেশি টাকা পাচ্ছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)