Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সঞ্চয় না বিনিয়োগ, কোন পথে হাঁটবেন?

মাঝে মাঝে আমারা বুঝে উঠতে পারি না সঞ্চয় না বিনিয়োগ, কোন পথে হাঁটা উচিত। উত্তর সম্ভবত, বেছে নিন দুটো পথই। আসলে সবটাই নির্ভর করে আপনার বর্তমান আর্থিক অবস্থানের উপর। যদি বাজারে আপনার কোনও ধার থাকে তাহলে কোনও রকম বিনিয়োগ বা সঞ্চয়ের আগে চেষ্টা করুন সেই ধার শোধ করার। কারণ বিনিয়োগ বা সঞ্চয় থেকে আপনি যা সুদ পাবেন, লোন শোধ করতে আপনার তার থেকে অনেক বেশি গচ্চা যাবে।

বিজ্ঞাপন প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৬ ১৩:১১
Share: Save:

মাঝে মাঝে আমারা বুঝে উঠতে পারি না সঞ্চয় না বিনিয়োগ, কোন পথে হাঁটা উচিত। উত্তর সম্ভবত, বেছে নিন দুটো পথই। আসলে সবটাই নির্ভর করে আপনার বর্তমান আর্থিক অবস্থানের উপর। যদি বাজারে আপনার কোনও ধার থাকে তাহলে কোনও রকম বিনিয়োগ বা সঞ্চয়ের আগে চেষ্টা করুন সেই ধার শোধ করার। কারণ বিনিয়োগ বা সঞ্চয় থেকে আপনি যা সুদ পাবেন, লোন শোধ করতে আপনার তার থেকে অনেক বেশি গচ্চা যাবে।

যদি আপনি সদ্য উপার্জন শুরু করে থাকেন, এবং বাজারে যদি আপনার দেনা না থাকে, প্রয়োজনের কথা মাথায় রেখে প্রাথমিকভাবে সঞ্চয় করুন। তৈরি করুন এমার্জেন্সি ফান্ড। অসুখ-বিসুখ বা অপ্রত্যাশিত দুর্ঘটনার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় এই তহবিল। যাতে প্রয়োজনে এটিএম থেকেও টাকা তুলে নিতে পারেন।

আগে থেকেই যদি আপনার কোনও সঞ্চয় থাকে এবং বাজারও ধার মুক্ত হয়, তাহলে বিনিয়োগোর পথে হাঁটুন। অবশ্য তার আগে ভেবে দেখুন ঝুঁকি নিতে আপনি কতটা প্রস্তুত এবং‌ আপনার অবস্থা ঝুঁকি নেওয়ার মত কিনা।

স্বল্প মেয়াদি প্রয়োজনের ক্ষেত্রে সঞ্চয়ই উপযুক্ত। দীর্ঘ মেয়াদি লাভের জন্য প্রয়োজন বিনিয়োগ। বিনিয়োগ যথার্থ হলে লাভ কিন্তু সঞ্চয়ের থেকে বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

savings investment canara robeco
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE