Advertisement
E-Paper

ভারতীয় শাখার পূর্ণ মালিকানা হাতে নেওয়ার পথে ভোডাফোন

ভারতে নিজেদের শাখা সংস্থাকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিচ্ছে ব্রিটিশ টেলিকম সংস্থা ভোডাফোন। যার প্রায় শেষ ধাপ হিসেবে এ বার ভোডাফোনের ভারতীয় শাখায় পিরামল এন্টারপ্রাইজেসের ১১% শেয়ারই কিনে নেওয়ার কথা জানিয়েছে তারা। হাতবদলের অঙ্ক ৮,৯০০ কোটি টাকা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৪ ০২:২৯

ভারতে নিজেদের শাখা সংস্থাকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিচ্ছে ব্রিটিশ টেলিকম সংস্থা ভোডাফোন। যার প্রায় শেষ ধাপ হিসেবে এ বার ভোডাফোনের ভারতীয় শাখায় পিরামল এন্টারপ্রাইজেসের ১১% শেয়ারই কিনে নেওয়ার কথা জানিয়েছে তারা। হাতবদলের অঙ্ক ৮,৯০০ কোটি টাকা। এই হস্তান্তর সম্পূর্ণ হওয়ার পর ভোডাফোনই হবে প্রথম বিদেশি টেলিকম সংস্থা, যাদের হাতে থাকবে কোনও ভারতীয় সংস্থার ১০০ শতাংশ মালিকানা।

প্রসঙ্গত, গত বছরই ভারতীয় টেলিকম ক্ষেত্রে ১০০% বিদেশি বিনিয়োগের পথ খুলে দিয়েছে কেন্দ্র। আর তার পরে গত অক্টোবরেই ভোডাফোন গোষ্ঠী ঘোষণা করে তাদের ভারতীয় সংস্থার রাশ সম্পূর্ণ ভাবে নিজেদের হাতে নেওয়ার পরিকল্পনার কথা। তখন তারা জানিয়েছিল, ওই সংস্থার অল্প-স্বল্প শেয়ার যাদের হাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সমস্তটাই গোষ্ঠী কিনে নিতে চায় এবং সে জন্য মোট ১০,১৪১ কোটি টাকা লগ্নি করবে তারা। সেই পরিকল্পনা অনুযায়ী পথ চলতেই এর আগে ভোডাফোন ইন্ডিয়ার নন্-এগ্জিকিউটিভ চেয়ারম্যান অনলজিৎ সিংহের হাতে থাকা ৪.৫% শেয়ার কিনেছে তারা।

এ দিন পিরামল এক বিবৃতিতে জানিয়েছে, শেয়ার পিছু ব্রিটিশ টেলিকম সংস্থাটি তাদের ১,৯৬০ টাকা করে দেবে। যে দরে পিরামল ভোডাফোন ইন্ডিয়ার শেয়ার কিনেছিল তার থেকে এই দাম ৫০ শতাংশেরও বেশি। প্রসঙ্গত, গত ২০১১-১২ সালে পিরামল গোষ্ঠীর এই সংস্থা শেয়ার পিছু ১,২৯০ টাকায় ওই টেলিকম সংস্থার অংশীদারি কিনেছিল মোট ৫,৮৬৪ কোটি টাকা বিনিয়োগ করে। এই ঘোষণার পর এ দিন বম্বে স্টক এক্সচেঞ্জে পিরামলের শেয়ার দর ৩.৭৩% বেড়ে ৫৫৬.১৫ টাকায় পৌঁছয়।

প্রসঙ্গত, গত ২০০৭ সালে হাচিসন হোয়াম্পোয়ার ভারতীয় শাখাটি ১১০০ ডলারে কিনে নিয়ে প্রথম ভারতে পা রেখেছিল ভোডাফোন। বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা তারাই। এই সব কিছুর পর এ বার পূর্ণ মালিকানা হাতে নেওয়ার জন্যই এই উদ্যোগ, জানিয়েছে ব্রিটিশ সংস্থাটি।

vodafone piramol
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy