Advertisement
১৭ মে ২০২৪
Coronavirus in Kolkata

কোভিডে কলকাতা পুলিশের এসি-র মৃত্যু

কলকাতা পুলিশ সূত্রের খবর, অগস্টের মাঝামাঝি শ্বাসকষ্ট নিয়ে উদয়বাবু মধ্য কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়

উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ অগস্ট ২০২০ ০৫:৪৭
Share: Save:

কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক অ্যাসিস্ট্যান্ট কমিশনারের। লালবাজার সূত্রের খবর, সেন্ট্রাল ডিভিশনের এসি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় (৫৫) শ্বাসকষ্ট নিয়ে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

কলকাতা পুলিশ সূত্রের খবর, অগস্টের মাঝামাঝি শ্বাসকষ্ট নিয়ে উদয়বাবু মধ্য কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যায় ও তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। এর পরেই তাঁকে বাইপাসের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা খুবই কমে গিয়েছিল বলে হাসপাতাল সূত্রের খবর। এর সঙ্গে উচ্চ রক্তচাপজনিত সমস্যাও ছিল তাঁর। মঙ্গলবার থেকেই উদয়বাবুর অবস্থার অবনতি হতে থাকে। ফুসফুসের সংক্রমণও খুব বেড়ে গিয়েছিল।

উদয়বাবু কোভিড পরিস্থিতিতে প্রথম সারিতে থেকে কাজ করছিলেন। তাঁর স্ত্রী-ও বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তাঁদের দুই মেয়ে রয়েছেন। এ দিন পুলিশ কমিশনার অনুজ শর্মা, একাধিক শীর্ষ আধিকারিক ও বিভিন্ন থানার অফিসারেরা তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন। আগে বেহালা, পার্ক স্ট্রিট-সহ একাধিক থানার ওসির দায়িত্ব সামলেছেন উদয়বাবু।

পুলিশের একাংশের বক্তব্য, কোভিডের মোকাবিলা করতে গিয়ে কলকাতা পুলিশের বহু আধিকারিক ও কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। উদয়বাবুকে নিয়ে আধিকারিক থেকে শুরু করে সিভিক ভলান্টিয়ার মিলিয়ে ন’জনের মৃত্যুও হল। তাঁদের মধ্যে কয়েক জনের বয়স পঞ্চাশের বেশি ছিল। পঞ্চাশোর্ধ্ব আধিকারিক-কর্মীদের বাইরে ডিউটি থেকে অব্যাহতি দেওয়ার দাবিও করেছেন একাংশ। বিষয়টি নিয়ে লালবাজারের নির্দেশিকা রয়েছে বলে জানানো হলেও নির্দিষ্ট তথ্য মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE