Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Coronavirus

বাজারে এলেই করা হবে জীবাণুমুক্ত, গেট বসছে নিউমার্কেটে

নিউমার্কেটের প্রতিটি প্রবেশপথেই বসানো হচ্ছে এই ‘জীবাণুনাশক গেট’।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২০ ১৯:৩৫
Share: Save:

নিউমার্কেটের প্রতিটি প্রবেশপথেই বসানো হচ্ছে এই ‘জীবাণুনাশক গেট’। শুধু নিউমার্কেট নয়, ধাপে ধাপে শহরের অন্যান্য শপিং মল এবং বড় বাজারগুলিতে এই ধরনের প্রবেশপথ তৈরির পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে শহরের বিভিন্ন জায়গায় ৫৯টি গেট করা হবে বলে পুরসভা সূত্রে খবর। এর ফলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমবে বলে মনে করছে ওই সংস্থা। দূষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে তারা। ওই সংস্থার তরফে অপূর্ব কক্কর বলেন, “আমরা যে রাসায়নিক স্প্রে করব, তাতে ২ শতাংশ হাইড্রোজেন পারক্সাইড জলের সঙ্গে মেশানো হবে। এটা সম্পূর্ণ সরক্ষিত। ভয়ের কোনও বিষয় নেই।’’

অন্য দিকে পুরসভার তরফে মেয়র পারিষদ দেবাশিস মজুমদার জানিয়েছেন, এ বিষয়ে এখনও অনুমতি দেওয়া হয়নি। তাঁর কথায়, ‘‘নিউমার্কেটে কাজ চলছে। কী ভাবে ওই জীবাণুনাশক স্প্রে কাজ করবে, তা পরীক্ষা করার পরেই অনুমতি দেওয়া হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE