Advertisement
২০ মে ২০২৪
Coronavirus

গঙ্গায় ডুবে মৃত্যু ছাত্রের

স্থানীয় কাউন্সিলর প্রবীর দাস জানান, স্রোতের বিপরীতে সাঁতরে ফেরার চেষ্টা করতেও দেখা গিয়েছিল অভিজিৎকে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০২০ ০২:২৬
Share: Save:

লকডাউনের মধ্যেই সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে গঙ্গার ধারে ঘুরতে গিয়েছিলেন কলেজপড়ুয়া যুবক। অন্যেরা পাড়ে বসে থাকলেও তিনি স্নান করতে নেমেছিলেন। আচমকাই তলিয়ে যান। কয়েক ঘণ্টা পরে উদ্ধার হয় তাঁর দেহ। রবিবার ঘটনাটি ঘটেছে পানিহাটিতে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম অভিজিৎ দত্ত (২১)। বাড়ি পানিহাটির স্বস্তিনগরে। ‘নর্থ ক্যালকাটা পলিটেকনিক’ কলেজের ছাত্র অভিজিৎ রবিবার সন্ধ্যায় ভাই ও বন্ধুদের সঙ্গে পানিহাটি বোসের ঘাটে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দলের বাকিরা ঘাটে বসে থাকলেও গঙ্গায় নামেন অভিজিৎ। সাঁতারও কাটছিলেন। আচমকাই তাঁকে ভাটার টানে ভেসে যেতে দেখে সঙ্গীরা চিৎকার শুরু করেন। ছুটে আসেন আশপাশের লোকজন।

স্থানীয় কাউন্সিলর প্রবীর দাস জানান, স্রোতের বিপরীতে সাঁতরে ফেরার চেষ্টা করতেও দেখা গিয়েছিল অভিজিৎকে। কিন্তু অল্পক্ষণের মধ্যেই তিনি তলিয়ে যান। এর পরেই শুরু হয় বৃষ্টি। তার মধ্যেই স্থানীয়েরা গঙ্গায় নেমে ওই ছাত্রের খোঁজ শুরু করেন। খবর পেয়ে আসে পুলিশ। রাত ৯টা নাগাদ ঘাট থেকে কিছুটা দূরে মেলে অভিজিতের দেহ।

পরিবার সূত্রের খবর, অভিজিতের বাবা বিশ্বজিৎ দত্ত কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন। সোমবার অভিজিতের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Health Coronavirus Lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE