Advertisement
২০ মে ২০২৪
Coronavirus

দেহ নিয়ে যাওয়ায় ‘হেনস্থা’ চালককে

স্থানীয় এক যুবকের গাড়িতে করে দেহটি ময়না-তদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠায় পুলিশ।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০২০ ০২:৪১
Share: Save:

কখনও চিকিৎসক-নার্স, কখনও স্বাস্থ্যকর্মী, কখনও আবার চিকিৎসাক্ষেত্রের সঙ্গে যুক্ত কেউ। করোনা আবহে নানা অভিযোগ তুলে হেনস্থা করার ঘটনা যেন আর থামছেই না। সেই তালিকায় এ বার যুক্ত হলেন এক গাড়িচালক। পুলিশের নির্দেশে গাড়িতে একটি দেহ নিয়ে তিনি হাসপাতালে গিয়েছিলেন। তার পরেই তাঁকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল এলাকাবাসীর একাংশের বিরুদ্ধে। শেষে পুলিশের হস্তক্ষেপে বাড়িতে ঢোকেন ওই ব্যক্তি। এখন তিনি গৃহ-পর্যবেক্ষণে রয়েছেন।

সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার শিবালয় এলাকায়। পুলিশ জানিয়েছে, এ দিন দত্তপুকুরের নাটাপোল থেকে তারকনাথ হালদার (৫১) নামে এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার হয়। পরে স্থানীয় এক যুবকের গাড়িতে করে দেহটি ময়না-তদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠায় পুলিশ। এই খবর পৌঁছে যায় ওই যুবকের পাড়ায়। অভিযোগ, ফেরার পরে তাঁকে এলাকায় ঢুকতে বাধা দেন স্থানীয়েরা। পুলিশ গিয়ে ওই যুবককে বাড়ি ঢোকানোর ব্যবস্থা করে। বারাসতের জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, দেহটি ওখানে কী ভাবে এল তদন্ত করে দেখা হচ্ছে। ওই চালককে যেন হেনস্থা করা না-হয়, তার ব্যবস্থাও করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

coronavirus Health Coronavirus Lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE