Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Coronavirus

পাটুলিতে করোনা-আক্রান্ত স্বামীকে জুতোপেটা প্রতিবেশীদের, অন্তঃসত্ত্বা স্ত্রীকে হেনস্থা

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ওই আবাসনের আবাসিকেরা। তাঁদের পাল্টা দাবি, পরিবারের সদস্যেরা সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছেন না।

আক্রান্ত মহিলা। —নিজস্ব চিত্র

আক্রান্ত মহিলা। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ জুলাই ২০২০ ১৬:৫৬
Share: Save:

করোনা-আক্রান্ত রোগীকে ছেলের সামনে জুতোপেটার অভিযোগ উঠল। হেনস্থার হাত থেকে রেহাই পাননি আক্রান্তের স্ত্রীও। তিনি আবার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা!

পাটুলি থানার কেন্দুয়ায় একটি বহুতল আবাসনে ছেলেকে নিয়ে থাকেন ওই দম্পতি। ভদ্রলোক করোনা পজিটিভ। তিনি হোম আইসোলেশনে আছেন। সুস্থও রয়েছেন। যদিও ওই ফ্ল্যাটে থাকা নিয়ে বেশ কয়েক দিন ধরেই প্রতিবেশীরা আপত্তি জানাচ্ছিলেন। তা নিয়ে বেশ কয়েক বার বচসাও হয়। অভিযোগ, মঙ্গলবার সকালে ওই ব্যক্তির স্ত্রী ছাদে গেলে, তাঁর উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন আবাসিকদের মধ্যে কয়েক জন। তিনি এবং তাঁর স্বামী এই ঘটনার প্রতিবাদ করলে, তাঁদের হেনস্থা করা হয়। ছেলের সামনেই ভদ্রলোককে জুতোপেটা করা হয় বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী।

এ বিষয়ে ইতিমধ্যেই পাটুলি থানায় ই-মেল মারফত অভিযোগ জানিয়েছেন ওই দম্পতি। পুলিশ আক্রান্তের সঙ্গে কথাও বলেছে। ঠিক কী ঘটনা ঘটেছিল, তা খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। আক্রান্তের স্ত্রী বুধবার বলেন, “গত ১৭ জুলাই স্বামীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তার পর থেকে স্বাস্থ্যবিধি মেনে ফ্ল্যাটেই রয়েছি। এর পর থেকেই প্রতিবেশীদের কয়েক জন আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেন। ছেলের সামনেই ঘরের মধ্যে ঢুকে আমার স্বামীকে জুতোপেটা করেন ওঁরা। আমি নিজে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। করোনা রোগীরা যদি এমন হেনস্থার স্বীকার হন, তা হলে তাঁরা যাবেন কোথায়?”

আরও পড়ুন: রাতারাতি সিদ্ধান্ত বদল, বিজেপি ছেড়ে দিলেন মেহতাব​

আরও পড়ুন: লাদাখে তীক্ষ্ণ নজরদারি, বিশ্বের সবচেয়ে হালকা ও দ্রুতগতির ড্রোন পেল ভারতীয় সেনা​

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ওই আবাসনের আবাসিকেরা। তাঁদের দাবি, এমন কোনও ঘটনাই ঘটেনি। পাল্টা অভিযোগ, ওই ফ্ল্যাটে এক জন করোনা রোগী রয়েছেন। কিন্তু পরিবারের সদস্যেরা সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছেন না। আবাসনের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন তাঁরা। লিফট ব্যবহার করছেন। তাতে অন্যদেরও আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। তবে কেউ তাঁদের নিগ্রহ করেনি বলেই আবাসিকদের দাবি। তাঁরাও পাল্টা থানায় ওই পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Isolation Patuli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE