Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Death

বাইক দুর্ঘটনায় মৃত্যু তরুণীর, আহত বন্ধু

পুলিশ জানায়, বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সোনারপুরের বাসিন্দা শুভমপ্রতাপ সিংহ। তিনিই বাইক চালাচ্ছিলেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ ০৩:০৫
Share: Save:

হোটেল ম্যানেজমেন্ট পাশ করার পরে মঙ্গলবারেই কলকাতার একটি নামী হোটেলে কাজে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই মোটরবাইক দুর্ঘটনায় পড়লেন এক যুবক। ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর বান্ধবীর। পুলিশ জানিয়েছে, ওই তরুণের মাথায় হেলমেট ছিল। তবে তরুণীর মাথা ছিল খালি। এ দিন ভোর সাড়ে ৪টে নাগাদ কসবা থানা এলাকার ই এম বাইপাসে ওই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সোনারপুরের বাসিন্দা শুভমপ্রতাপ সিংহ। তিনিই বাইক চালাচ্ছিলেন। তাঁর বান্ধবী রোজ়ি ডিক্রুজ় (২২) দুর্ঘটনায় মারা গিয়েছেন। উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা, বিএড পাঠরতা রোজ়ি পার্ক সার্কাসের একটি মেসে থাকতেন।

শুভমের কাকা জয়ন্তপ্রতাপ সিংহ জানান, হোটেল ম্যানেজমেন্ট পাশ করে গত সপ্তাহেই চেন্নাই থেকে ফিরেছেন তাঁর ভাইপো। তিনি বলেন, ‘‘চাকরি পাওয়ার খুশিতে শুভম সোমবার বিকেলে বন্ধুদের নিয়ে আনন্দ করতে কালিকাপুরে এক বন্ধুর বাড়িতে যায়। রাতে সেখানেই ছিল।’’ তদন্তকারীরা জানান, মঙ্গলবার ঘটনার মিনিট দশেক আগে তিনটি মোটরবাইক নিয়ে জনা ছয়েক যুবক-যুবতী কালিকাপুরের বন্ধুর বাড়ি থেকে বেরিয়েছিলেন। মোটরবাইকে চেপে পার্ক সার্কাসের মেসে বান্ধবীকে পৌঁছে দিতে যাচ্ছিলেন শুভম।

পুলিশ জানিয়েছে, ভোরের দিকে কুয়াশা ছিল। বেপরোয়া গতিতে চলা শুভমের মোটরবাইকটি রাস্তার পাশে গার্ডরেলে ধাক্কা মারে। দু’জনেই বাইক থেকে ছিটকে পড়েন।

মোটরবাইকের পিছনে বসে থাকা রোজ়ি পড়েন পাশের খালে গিয়ে। রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়েছিলেন শুভম। অন্য বাইকে আসা তাঁর বন্ধুরা ঘটনার সময়ে আশপাশে কোনও পুলিশকর্মীকে দেখতে পাননি।

তাঁদের এক বন্ধু কাছাকাছি একটি হাসপাতালে গিয়ে অ্যাম্বুল্যান্স পাঠাতে বলেন। ওই হাসপাতাল থেকেই ১০০ ডায়ালে ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুভমদের ই এম বাইপাসের ওই হাসপাতালে পাঠালে সেখানে রোজ়িকে মৃত বলে ঘোষণা করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Bike Accident Kasba
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE