Advertisement
২৪ এপ্রিল ২০২৪

পানাগড় বাইপাস তৈরিতে বাড়ি ভাঙা হবে অক্টোবরে

পানাগড় বাইপাসের প্রয়োজনীয় জমির জন্য বাড়ি ভাঙা হবে ১১ অক্টোবর থেকে। বুধবার এমনটাই জানালেন জেলাশাসক সৌমিত্র মোহন। মাস্টারপাড়ার যে আট জন এখনও ক্ষতিপূরণ নেননি, বৃহত্তর স্বার্থে তাঁদের বাড়িও ভাঙা হবে বলে জানান তিনি। এ দিন বাইপাসের কাজ পরিদর্শন করেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৪ ০১:৩৯
Share: Save:

পানাগড় বাইপাসের প্রয়োজনীয় জমির জন্য বাড়ি ভাঙা হবে ১১ অক্টোবর থেকে। বুধবার এমনটাই জানালেন জেলাশাসক সৌমিত্র মোহন। মাস্টারপাড়ার যে আট জন এখনও ক্ষতিপূরণ নেননি, বৃহত্তর স্বার্থে তাঁদের বাড়িও ভাঙা হবে বলে জানান তিনি। এ দিন বাইপাসের কাজ পরিদর্শন করেন তিনি।

২০০১ সালে ২ নম্বর জাতীয় সড়ক চার লেন করা হয়। কিন্তু দোকান, বাজার, বাড়ি ভাঙা পড়বে বলে বাসিন্দাদের আপত্তিতে পানাগড়ের ভিতরে প্রায় সওয়া তিন কিলোমিটার রাস্তা চার লেনের করা যায়নি। ফলে, দার্জিংলিং মোড় থেকে পানাগড় বাজার পেরিয়ে রেল ওভারব্রিজ পর্যন্ত রাস্তায় নিত্য যানজট হয়। সমস্যা মেটাতে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ বাইপাস নির্মাণের পরিকল্পনা নিয়েছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। প্রস্তাবিত বাইপাস যাবে পানাগড়ের মাস্টারপাড়ার ভিতর দিয়ে। সেখানকার বাকিরা ক্ষতিপূরণ বাবদ চেক নিয়ে নিলেও ৮টি বাড়ির মালিক তা নিতে অস্বীকার করেছেন। তাঁদের দাবি, নায্য ক্ষতিপূরণের পাশাপাশি উপযুক্ত পুনর্বাসন দিতে হবে। মাস্টারপাড়া ভূমি ও গৃহরক্ষা কমিটির সম্পাদক সন্তোষকুমার দাসের দাবি, তাঁদের সঙ্গে ক্ষতিপূরণ নিয়ে সে ভাবে কোনও আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবিলম্বে আলোচনার মাধ্যমে সন্তোষজনক ক্ষতিপূরণ দেওয়ার আর্জি জানান তিনি।

এ দিন বাইপাসের কাজ পরিদর্শনে প্রশাসনের আধিকারিকেরা ছাড়াও ছিলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রতিনিধি। কাজ দেখে জেলাশাসক বলেন, “এক বছরের মধ্যে বাইপাসের একটি লেন চালু করে ফেলা যাবে। বহু মানুষ উপকৃত হবেন।” পানাগড় মাস্টারপাড়ার সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, “বাইপাস করতেই হবে। পাশেই শিল্পাঞ্চল। শিল্পায়নের পরিকাঠামো ঠিক রাখতে হবে। বাইপাস হলে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হবে।” তিনি জানান, ১২ অক্টোবর মাস্টারপাড়ার বাড়িগুলি ভাঙা হবে। জেলাশাসক বলেন, “ওই আট জনকে বারবার নোটিস পাঠানো হয়েছে। কিন্তু তাঁরা তা নেননি।”

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ক্ষতিপূরণ নিয়ে আলোচনার জন্য বর্ধমানে তাঁদের ডাকা হয়েছে। সন্তোষবাবু বলেন, “প্রশাসনের তরফে সে ভাবে কোনও আলোচনাই এত দিন করা হয়নি। হঠাৎ করে বাড়ি ভাঙার কথা শুনে তাজ্জব হয়ে গিয়েছি। শুক্রবারের আলোচনার দিকে তাকিয়ে আছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

durgapur panagarh bypass
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE