গ্যাভিন নিউসম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিকতম শত্রু। ক্যালিফোর্নিয়ার ৫৭ বছরের এই গভর্নর প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারের অভিযোগ করলেন টিভি পর্দায়। পাল্টা দিলেন ট্রাম্প: “নিউসমকে গ্রেফতার করলে তা হবে অতি সুন্দর ঘটনা!” অবৈধ অভিবাসীদের গ্রেফতার করে দেশছাড়া করার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ট্রাম্প প্রশাসন অভিযান চালাচ্ছে দেশ জুড়েই। প্রতিবাদ হচ্ছে সর্বত্র। ডেমোক্র্যাটদের ঘাঁটি লস অ্যাঞ্জেলেসে সেই প্রতিবাদ থেকে রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষায় ট্রাম্প নামালেন ন্যাশনাল গার্ডের সশস্ত্র প্রহরী, ইউএস মেরিন কর্মীদের। প্রদেশের গভর্নর হিসাবে এই কেন্দ্রীয় দখলদারি থেকে শহরকে রক্ষা করা তাঁর কর্তব্য, বললেন নিউসম। ট্রাম্প প্রশাসন ভাবছে, কী ভাবে শায়েস্তা করা যায় নিউসমকে। ফেডারাল অর্থসাহায্য বন্ধ করার ভাবনা চলছে। নিউসম তাতে ঘাবড়াবেন না। আগামী বছর গভর্নর হিসাবে তাঁর মেয়াদ ফুরোবে। পরের লক্ষ্য হোয়াইট হাউস। ট্রাম্প-বিরোধিতায় অর্জিত খ্যাতিই পরের ভোটে ডেমোক্র্যাটদের মধ্যে তাঁর মূলধন হয়ে উঠতে পারে। তবে, আমেরিকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় প্রদেশগুলির গুরুত্ব কতখানি যে, কোনও এক গভর্নর স্বয়ং প্রেসিডেন্টের বিরুদ্ধে সম্মুখসমরে নামতে পারেন, সেও ভাবার বিষয়।
অশান্ত: লস অ্যাঞ্জেলেসে চলছে প্রতিবাদীদের ধরপাকড়-অভিযান।
বন্ধুরা, আবার
দু’বছরের ‘ন্যাশনাল সার্ভিস’-এর মেয়াদ শেষ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছেন আরএম এবং ভি, দক্ষিণ কোরিয়ার পপ ব্যান্ড বিটিএস-এর দুই সদস্য। সাত সদস্যের মধ্যে ছয় জনের মেয়াদই সারা এর মধ্যে। ২০২২ সালে যখন ব্যান্ডটি জনপ্রিয়তার তুঙ্গে, তখনই বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দিতে হয়েছিল সদস্যদের। তা হলে কি আবার মঞ্চে ফিরছে বিটিএস? উত্তেজনায় থরথর দুনিয়া। কে পপ-এর ইতিহাসে সম্ভবত জনপ্রিয়তম ব্যান্ড বিটিএস। আরএম এবং ভি-কে স্বাগত জানাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা— যাঁরা পরিচিত ‘বিটিএস আর্মি’ নামে— জড়ো হয়েছেন সোল-এ। আরএম ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, মঞ্চে ফেরার জন্য আর তর সইছে না তাঁর।
লেগেছে... আগুন
গত বছর ডিসেম্বরে পুড়ে ছাই হয়ে যায় লাইবেরিয়া-র পার্লামেন্ট। অভিযোগের তির মূলত প্রাক্তন স্পিকারের দিকে, যদিও আরও তিন সাংসদও জড়িত ছিলেন। পশ্চিম আফ্রিকার দেশটি বহু কাল ধরেই ক্ষমতার লড়াইয়ে জেরবার। গত অক্টোবরে দুর্বল শাসনব্যবস্থা, দুর্নীতি, স্বার্থের সংঘাতের মতো বিবিধ অভিযোগ তুলে বহু সাংসদ স্পিকারের ইমপিচমেন্ট-এর পক্ষে ভোট দেন। বিরোধীদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন স্পিকার, রেগে গিয়ে সমাজমাধ্যমে পার্লামেন্ট পুড়িয়ে দেওয়ার হুমকিও দেন। সম্প্রতি পুলিশ তাঁকে ও ওই তিন সাংসদকে গ্রেফতার করে। কয়েক দিন হাজতবাস করে প্রায় ৪ কোটি টাকা জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন তাঁরা।
ভোট বাতিল
ইটালিতে এখনও নাগরিকত্ব পেতে সময় লাগে দশ বছর। ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রাখতে নিয়মটি পাঁচ বছরে কমিয়ে আনতে, এবং শ্রমিক অধিকার বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি গণভোট পরিচালিত হয় সে দেশে। কিন্তু নির্ধারিত ৫০% ভোট না পড়ায় গোটা ভোটই বাতিল হয়ে যায়। দেশের বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং চরমপন্থী শাসক দল প্রথম থেকেই এই ভোটের বিরুদ্ধে ছিলেন। ফলে এই ভোট বাতিল হওয়ায় বলতে গেলে দেশে চরমপন্থীদেরই সুবিধে হল, মনে করছেন রাজনৈতিক বিরোধীরা। ইউরোপ জুড়ে উদ্বাস্তু সমস্যা বৃদ্ধি পাওয়ার পর থেকে উত্থান হয়েছে চরমপন্থী দলগুলির, যাদের অন্যতম লক্ষ্য স্বদেশকে উদ্বাস্তুমুক্ত করা। ইটালির বহু মানুষ যে তাদের দিকেই ঝুঁকে, এ ঘটনা প্রমাণ।
মতামত: ইটালিতে গণভোটের দৃশ্য।
জেল থেকে পালিয়ে
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল পাকিস্তানের বৃহত্তম শহর করাচি। হুলস্থুল বাধালেন মালির জেলের বন্দিরা, বুঝি বাড়িটাই ভেঙে পড়ল। মৃত্যুভয়ের দোহাই দিয়ে ভোরের দিকে কুঠুরি থেকে তাঁরা বেরিয়ে পড়েন, পুলিশ বন্দুকের ফাঁকা আওয়াজ করায় অনেকে গারদে ফেরেন। অনেকেই কারাগারের প্রধান ফটকের দিকে দৌড়ান। বিশৃঙ্খলার সুযোগে প্রায় ২১৬ জন বন্দি জেল টপকে পালিয়েছেন। পুলিশের দাবি, ৮০ জনকে ফের পাকড়াও করা গিয়েছে। বাকিদের খোঁজে আশপাশের বাড়ি, বন্দিদের পুরনো ঠিকানার দরজায় কড়া নাড়ছে পুলিশ। ঝামেলায় মৃত এক কয়েদি, আহত হয়েছেন দুই কারা-আধিকারিক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)