Advertisement
E-Paper

ডোকলাম চিনের? কর্নাটকে ভোট, হাসিন হাজির দিল্লিতে

সারাদিনে কোথায় কী কী হয়েছে? একনজরে দেখে নিন খবর আজকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৮ ১৮:২৪

ডোকলাম নিয়ে চিনের গলা ফের সপ্তমে। দিল্লির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে চিনের বিদেশ মন্ত্রক বলেছে,‘‘গত বছর ডোকলাম নিয়ে যে ঘটনা ঘটেছে, তা থেকে ভারতের শিক্ষা নেওয়া উচিত।’’

এ দিকে কর্নাটকে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় এক দফায় আগামী ১২ মে ভোটগ্রহণ হবে। গণনা আগামী ১৫ মে।

অন্যদিকে কর-আদায় ও আয়কর ফাঁকির পর এ বার চাকরিজীবীদের আয়কর রিটার্ন জমা নেওয়ার ব্যাপারেও কড়া হচ্ছে আয়কর দফতর। আগের দু’টি অর্থবর্ষের (২০১৫-’১৬ এবং ২০১৬-’১৭) আয়কর রিটার্ন যদি এখনও পর্যন্ত জমা না করে থাকেন, তা হলে হাতে সময় আর মাত্র ৫ দিন। ৩১ মার্চের মধ্যেই আপনাকে গত দু’টি অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা করে দিতে হবে।

অন্যদিকে কর-আদায় ও আয়কর ফাঁকির পর এ বার চাকরিজীবীদের আয়কর রিটার্ন জমা নেওয়ার ব্যাপারেও কড়া হচ্ছে আয়কর দফতর। আগের দু’টি অর্থবর্ষের (২০১৫-’১৬ এবং ২০১৬-’১৭) আয়কর রিটার্ন যদি এখনও পর্যন্ত জমা না করে থাকেন, তা হলে হাতে সময় আর মাত্র ৫ দিন। ৩১ মার্চের মধ্যেই আপনাকে গত দু’টি অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা করে দিতে হবে।

সারা দিনে আর কোথায় কী ঘটল?

• ডোকলাম আমাদের, শিক্ষা নিক ভারত, হুঙ্কার চিনের
এমনিতেই বিভিন্ন ইস্যুতে দু’দেশের মধ্যে চাপানউতোর চরমে। তার উপর ডোকলাম নিয়ে চিনের মন্তব্য যে নতুন করে দিল্লির ক্ষোভ বাড়াবে, তাতে সন্দেহ নেই। সবিস্তার পড়তে ক্লিক করুন

• বিয়েতে খাপের হস্তক্ষেপ বেআইনি: সুপ্রিম কোর্ট
কোনও সাবালক নারী ও পুরুষের বিয়ের বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না খাপ পঞ্চায়েত। ওই বিয়ে বন্ধ করার কোনও অধিকারও নেই তাদের। খাপ পঞ্চায়েতের এ জাতীয় নির্দেশ পুরোপুরি বেআইনি। মঙ্গলবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সবিস্তার পড়তে ক্লিক করুন

• ১২ মে কর্নাটকে ভোট, জানাল কমিশন
কর্নাটকে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় এক দফায় আগামী ১২ মে ভোটগ্রহণ হবে। গণনা আগামী ১৫ মে। মনোনয়নপত্র পেশের শেষ দিন ২৪ এপ্রিল। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ এপ্রিল। সবিস্তার পড়তে ক্লিক করুন

• বকেয়া ২ বছরের আইটি রিটার্ন জমার শেষ দিন ৩১ মার্চ
কর-আদায় ও আয়কর ফাঁকির পর এ বার চাকরিজীবীদের আয়কর রিটার্ন জমা নেওয়ার ব্যাপারেও কড়া হচ্ছে আয়কর দফতর। আগের দু’টি অর্থবর্ষের (২০১৫-’১৬ এবং ২০১৬-’১৭) আয়কর রিটার্ন যদি এখনও পর্যন্ত জমা না করে থাকেন, তা হলে হাতে সময় আর মাত্র ৫ দিন। ৩১ মার্চের মধ্যেই আপনাকে গত দু’টি অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা করে দিতে হবে। সবিস্তার পড়তে ক্লিক করুন

• বিরোধী জোটের পালে হাওয়া দিতে দিল্লির মঞ্চে মমতা
অখিলেশ যাদব হোন বা মায়াবতী, কে চন্দ্রশেখর রাও বা লালুপ্রসাদ যাদব— সব নেতারাই বিজেপি বিরোধী জোটে চান তাঁকে। শিবসেনার উদ্ধব ঠাকরে, চন্দ্রবাবু নায়ডু বা শরদ পওয়ার কোনও না কোনও সময় প্রত্যেকেই তাঁর সঙ্গে কথা বলেছেন। কেন্দ্র বিরোধী জোট নিয়ে যখন সরগরম রাজনীতি, তখনই সোমবার তিন দিনের সফরে রাজধানী পৌঁছেছেন তৃণমূল নেত্রী। সবিস্তার পড়তে ক্লিক করুন

• শামিকে দেখতে মেয়েকে নিয়ে দিল্লিতে হাসিন
শামির সঙ্গে দেখা করতে মেয়েকে নিয়ে দিল্লি গেলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। মঙ্গলবার কলকাতা বিমানবন্দর থেকে সকাল ১১টা ৫০ নাগাদ তিনি দিল্লির উদ্দেশে রওনা দেন। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে আইরা এবং কলকাতা পুলিশের এক নিরাপত্তারক্ষী। সবিস্তার পড়তে ক্লিক করুন

Mamata Banerjee Sharad Pawar Supreme court Video Khap Panchayats Evening news wrap
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy