Advertisement
E-Paper

থমথমে আসানসোল, আসছে পঞ্চায়েত ও আরও খবর

আজ সারা দিনে কোথায় কী কী ঘটল? দিনের সবচেয়ে বড় খবরগুলি দেখে নিন এক ঝলকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৮ ১৯:০০
গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সনিয়া-মমতা বৈঠক নিয়ে গতকাল থেকেই উত্তেজনা তুঙ্গে। ২০১৯ লোকসভা ভোটকে পাখির চোখ করে চলছে নানা রকম প্রস্তাবনা। একদিকে, দেশের বৃহত্তম বিরোধী দল কংগ্রেস চাইছে তাদের নেতৃত্বেই জোটবদ্ধ হোক সব বিরোধী দল। কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট করতে নারাজ মমতা। মুখ্যমন্ত্রী চান তাঁর প্রস্তাবিত ফেডারাল ফ্রন্টকেই সমর্থন করুক কংগ্রেস। জোট হোক কংগ্রেসকে বাদ রেখে, অথচ বাইরে থেকে সেই জোটকে সমর্থন করুক কংগ্রেস।

আজও থমথমে আসানসোল-রানিগঞ্জের পরিস্থিতি। আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় গোলমালে জড়ালেন পুলিশের সঙ্গে। আর এক বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে আসানসোল পৌঁছতেই দিল না পুলিশ, আটকে দেওয়া হল দুর্গাপুরেই।

রাজনীতি থেকে নজর একটু ঘোরালে এই মুহূর্তে দেশের অন্যতম বড় খবর সিবিএসই-র প্রশ্নপত্র ফাঁস। গোটা দেশে দশম ও দ্বাদশ শ্রেণিতে নতুন করে সমস্ত বিষয়ে পরীক্ষার দাবি জানিয়ে দিল্লির যন্তরমন্তরে চলছে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। প্রশ্ন ফাঁস নিয়ে মোদীকে কটাক্ষ করে ‘দুর্বল চৌকিদার’ বলেছেন রাহুল। দেশজুড়ে চলছে ধুন্ধুমার কাণ্ড।

শিরোনামে আজ পঞ্চায়েত ভোটও। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে। এ দিনের সর্বদল বৈঠকে নির্বাচনের দিনক্ষণ নির্দিষ্ট করে আলোচনা না হলেও, সূত্রের খবর, মে মাসের প্রথম সপ্তাহেই বাজবে ভোটের বাদ্যি। ভোট হবে তিন দফায়, শেষ হবে ১৬ মে-র মধ্যে।

বল বিকৃতির ঘটনায় জড়িয়ে গেল অস্ট্রেলিয়া ক্রিকেটের বড় বড় খেলোয়াড়ের নাম। বল বিকৃতির পিছনে তাঁদের পরিকল্পনার কথা স্বীকার করে কান্নায় ভেঙে পড়লেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। দিনভর শিরোনামে ছিল সে খবর।

দিনের সবচেয়ে বড় খবরগুলি দেখে নিন এক ঝলকে:

সারা দিনে কোথায় কী কী ঘটল?

• বিজেপিকে হঠাতে লড়তে হবে কংগ্রেসের নেতৃত্বেই, মমতাকে সনিয়া

রাহুলের নেতৃত্বাধীন কংগ্রেসের নেতৃত্বে ভোটে লড়তে নারাজ মমতা চাইছেন, ২০১৯-এর ভোটের পরে এমন একটা পরিস্থিতি তৈরি হোক যেখানে তাঁর প্রস্তাবিত ফেডারাল ফ্রন্টের আসন সংখ্যা কংগ্রেসের থেকে বেশি হবে এবং কংগ্রেস ফ্রন্ট সরকারকে সমর্থন করতে বাধ্য হবে। সবিস্তার পড়তে ক্লিক করুন

• ‘চৌকিদার দুর্বল’, প্রশ্নফাঁসে মোদীকে খোঁচা রাহুলের

সিবিএসই-র প্রশ্নফাঁস নিয়ে ধুন্ধমার কাণ্ড। দিল্লির যন্তরমন্তরে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। গোটা দেশে দশম ও দ্বাদশ শ্রেণিতে নতুন করে সমস্ত বিষয়ে পরীক্ষার দাবি। সবিস্তার পড়তে ক্লিক করুন

• পঞ্চায়েতের ঢাকে কাঠি, সর্বদল বৈঠক করে প্রস্তুতি শুরু কমিশনের

শুরু হয়ে গেল পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি। রাজ্যের সবক’টি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠকে করলেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংহ। মে মাসের ১৬ তারিখের মধ্যে ভোট প্রক্রিয়া সেরে ফেলা হতে পারে বলে খবর। সবিস্তার পড়তে ক্লিক করুন

• লকেটকে পুলিশি বাধা, বাবুলের বিরুদ্ধে মামলা, থমথমে আসানসোল

আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় গোলমালে জড়ালেন পুলিশের সঙ্গে। আর এক বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে আসানসোল পৌঁছতেই দিল না পুলিশ। সবিস্তার পড়তে ক্লিক করুন

• ক্রোনিয়ে স্মৃতি ফিরিয়ে কান্নায় ভেঙে পড়লেন স্মিথ

বৃহস্পতিবার দেশে পৌঁছে সাংবাদিক সম্মেলনে আরও একবার সব দোষ স্বীকার করে বলেন, ‘‘বড় ভুল। আমি এর সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি।এটা আমার নেতৃত্বের হার।’’ সবিস্তার পড়তে ক্লিক করুন

• ৫ বছর পর পাকিস্তানে মালালা, সফরসূচি চরম গোপনীয়তায়

মৃত্যুর তাড়া খেয়ে যে দেশ ছেড়ে তাঁকে চলে যেতে হয়েছিল পাঁচ বছর আগে, সেই পাকিস্তানের মাটিতে আবার পা দিলেন মালালা ইউসুফজাই। সবিস্তার পড়তে ক্লিক করুন

Evening News Wrap Video Mamata Banerjee Sonia Gandhi Panchayat Election CBSE Scam Steve Smith Ball-Tampering Locket Chatterjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy