প্রকাশ্যে থুতু ফেললে জরিমানা ঘোষণা করল রাজ্য আর কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে বহু নিষেধাজ্ঞা আগে থেকেই ছিল। অসংখ্য মানুষ তা মানার ধারকাছ দিয়েই যেতেন না। অনেকে এটাকে নিজেদের জন্মগত অধিকার বলে মনে করেন। থুতু ফেললে অনেক রোগ ছড়াতে পারে, পথঘাট নোংরা হয়, তা ছাড়া এটি দৃশ্যদূষণও ঘটায়। কিন্তু আপনি বারণ করে দেখবেন, যিনি থুতু ফেলছেন তিনি বলবেন, ‘‘আপনার গায়ে তো পড়েনি।’’ যেন গায়ে পড়লে পায়ে ধরে ক্ষমা চাইতেন। আশেপাশের মানুষের হাবভাবে মনে হয়, এত সামান্য ব্যাপারে ঝামেলা না করাই ভাল। বহু বার প্রতিবাদ করেছি, উল্টে আমিই অপমানিত হয়েছি। এক বার তো কোলে মার্কেটে এক মাছ-বিক্রেতা এই রকম প্রতিবাদ শুনে কিছু বললেন না, শুধু এমন ভাবে তাকিয়ে রইলেন, যেন এ রকম বোকা লোক আগে কখনও দেখেননি।
আইন করেও ফল হবে কি না কে জানে। কিছু মানুষ আছে, যারা আইন ভঙ্গ করেই নিজেদের ক্ষমতাবান মনে করে। এই লকডাউনের সময় কিছু লোক পুলিশ দেখলে ঘরে ঢুকে যাচ্ছে, আবার পুলিশ চলে গেলে বীরত্ব দেখাতে বাইরে এসে ভিড় করছে। যেন পুলিশকে ফাঁকি দিলেই রোগ থেকে বেঁচে যাবে। থুতু ফেলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে, এখন কিছু দিন বন্ধ থাকলেও, আবার এই জিনিস আরম্ভ হয়ে যাবে।
দ্বীপ দাস, কলকাতা-৬৪