Advertisement
E-Paper

পঞ্চায়েত, এটিএমে টাকার আকাল এবং আরও খবর

এক ঝলকে সারা দিনের খবর

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৮ ১৮:৪৮
গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ফয়সলা হল না পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার। মঙ্গলবারও বহাল রইল স্থগিতাদেশ। নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ আগামী বুধবার পর্যন্ত স্থগিত থাকবে। জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। বুধবার সকাল ১০টা থেকে ফের শুনানি শুরু হবে বলে জানানো হয়েছে। ফলে নির্বাচন প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ আরও এক দিনের জন্য বেড়ে গেল। সেই সঙ্গে নির্বাচনের তারিখ ঘিরে অনিশ্চয়তা থেকেই গেল।

এ দিন দু’পক্ষের বক্তব্যই শুনেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার। তৃণমূলের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ ধরে সওয়াল করেন। এ দিনের সওয়াল-জবাব শেষে বিচারপতি জানিয়ে দেন, বুধবারও এই মামলার শুনানি হবে।

অন্য দিকে, ডেনমার্কের এক মহিলাকে গণধর্ষণের ঘটনায় পাঁচ দোষীর বিরুদ্ধে নিম্ন আদালতের রায়কেই বহাল রাখল দিল্লি হাইকোর্ট। ২০১৬ সালে দিল্লির এক নিম্ন আদালত ওই পাঁচ জনের বিরুদ্ধে আমৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছিল।

২০১৪ সালের ১৪ জানুয়ারি ভারত-ভ্রমণে এসেছিলেন ডেনমার্কের ওই মহিলা। ওই রাতে মহিলার রাস্তা আটকে ছিল কয়েক জন যুবক। সেই যুবকরাই তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ। সোমবার হাইকোর্টের বিচারপতি এস মুরলীধর এবং বিচারপতি আই এস মেটার বেঞ্চ জানায়, নির্যাতিতার জবানবন্দি এবং ডিএনএ রিপোর্ট দোষীদের জঘন্য অপরাধের সবচেয়ে বড় প্রমাণ। সেই প্রমাণের উপর ভিত্তি করেই আগের শাস্তি বহাল রাখে হাইকোর্ট।

গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নিন কয়েক ঝলকে:

সারা দিন কী কী ঘটল, পড়ে নিন বিশদে:

• মুখ বন্ধ রাখতে মেয়ের ধর্ষকের কাছেও ঘুষ নিলেন মা, বাবা!

অভিযুক্তদের কাছ থেকে টাকা নিয়ে ধর্ষিতা মেয়ের আদালতে দেওয়া সাক্ষ্য বদলানোর চেষ্টা করেছিলেন তার মা, বাবা। চাপ দিয়ে কাজ না হওয়ায় মা, বাবার কাছে শারীরীক ভাবেও নিগৃহীত হয়েছিলেন ওই কিশোরী। বিস্তারিত জানতে ক্লিক করুন

• ১০ রাজ্যে এটিএমে টাকার আকাল চরমে, মুখ খুলতে হল জেটলিকে

২০১৬-র ৮ নভেম্বর মাঝরাত থেকে নোট বাতিলের পর ফের টাকা অমিল দেশের অসংখ্য এটিএমে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির আশ্বাস সত্ত্বেও কটাক্ষ করেছেন বিরোধীরা। বিস্তারিত জানতে ক্লিক করুন

• মাদক চক্রের হদিশ, রয়েছেন নামী স্কুলের ছাত্রীরাও

শহরের অভিজাত পার্টিগুলিতে মাদক ব্যবহারের অভিযোগ বেশ কয়েক বছর ধরেই উঠছে। এমনই পার্টিতে এলএসডির মতো মাদক সরবরাহকারী একটি চক্রের হদিশ পেলেন নারকোটিক কন্ট্রোল ব্যুরোর গোয়েন্দারা। বিস্তারিত জানতে ক্লিক করুন

• যৌন সম্পর্কের বিনিময়ে তামিলনাড়ুর কলেজে মিলবে ডিগ্রি! অভিযুক্ত কলেজ শিক্ষিকা

আর্থিক লাভ তো রয়েছেই। সঙ্গে মিলবে শিক্ষাগত ক্ষেত্রে অনেক দূর যাওয়ার বিষয়েও সাহায্য। তবে শর্ত একটাই। তার জন্য মাদুরাই বিশ্ববিদ্যালয়ের এক শীর্ষ কর্তার জন্য ‘বিশেষ কিছু’ করতে হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন


• মহম্মদ শামিকে এ বার লালবাজারে ডেকে পাঠালেন গোয়েন্দারা

মঙ্গলবার সকালেই মহম্মদ শামিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল লালবাজার। এ দিন টিম হোটেলে শামিকে নোটিস দেওয়ার জন্য হাজির হন লালবাজারের গোয়েন্দারা। বিস্তারিত জানতে ক্লিক করুন

Evening News Wrap Panchayat Election 2018 ATM Drugs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy