কলকাতা বিশ্ববিদ্যালয় দিচ্ছে পিএইচডি করার সুযোগ। জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ওই ডিগ্রি অর্জন করতে পারবেন আগ্রহীরা। আসন সংখ্যা ১৭টি।
জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং:
সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি-র জন্য কৃষিবিজ্ঞানে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের স্নাতকোত্তর স্তরে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। এ ছাড়াও প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং:
মাস্টার অফ সায়েন্স (এমএসসি), মাস্টার্স অফ আর্টস (এমএ), মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং (এমই), মাস্টার অফ টেকনোলজি (এমটেক) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পিএইচডি করতে পারবেন। এ ক্ষেত্রেও প্রার্থীদের নেট, গেট, স্টেট লেভেল এজিবিলিটি টেস্ট (স্লেট) উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন:
যোগ্যতা যাচাই:
রিসার্চ এলিজিবিলিটি টেস্ট (আরইটি) শীর্ষক ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং পিএইচডি প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে। আরইটি হতে চলেছে ৪ নভেম্বর।
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা পরীক্ষা ৭ নভেম্বর নেওয়া হবে, ইন্টারভিউ ১৮ নভেম্বর। পরীক্ষা এবং ইন্টারভিউতে উত্তীর্ণেরা পিএইচডি করার সুযোগ পাবেন।
আবেদনের পদ্ধতি:
৩ নভেম্বর পর্যন্ত জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং-এর জন্য আবেদন গ্রহণ করা হবে। আবেদনমূল্য ১০০ টাকা।
১৬ অক্টোবর পর্যন্ত কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর জন্য আবেদন জমা দিতে পারবেন। এ ক্ষেত্রেও আবেদনের জন্য ১০০ টাকা দিতে হবে।