সদ্য ঋতুমতী মেয়েদের জন্য সুস্থায়ী মাসিক পণ্য (মেন্সট্রুয়াল প্রোডাক্ট) তৈরি নিয়ে গবেষণাধর্মী কাজ হবে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, একটি কেন্দ্রীয় সরকারি সংস্থার অর্থ সহায়তায় প্রকল্পের কাজ হবে। গবেষণার কাজে আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের কমিউনিটি মেডিসিন অ্যান্ড ফ্যামিলি মেডিসিন বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘ডেভেলপিং আ কমিউনিটি বেসড মডেল ফর দি অ্যাডপশন অফ সাস্টেনেবেল মেন্সট্রুয়াল প্রোডাক্টস অ্যামং অ্যাডোলেসেন্ট গার্লস: আ টু-ফেজ় ইন্টারভেনশনাল ফিজ়িবিলিটি স্টাডি’। প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থপুষ্ট।
গবেষণার কাজে নিয়োগ হবে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-২ (নন-মেডিক্যাল) পদে। শূন্যপদ একটি। প্রথমে সংশ্লিষ্ট পদে ছ’মাসের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ হবে। পরে তাঁদের কাজ এবং প্রকল্পের প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়িয়ে সর্বাধিক তিন বছর পর্যন্ত করা হতে পারে।
আরও পড়ুন:
প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-২ (নন-মেডিক্যাল) পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৪০ বছর। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে যথাক্রমে মাসে ৬৭,০০০ টাকা। এ ছাড়া মিলবে বাড়িভাড়া বাবদ ভাতাও।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের পাবলিক হেলথ/ সোশ্যাল সায়েন্স/ নার্সিং/ সাইকোলজিতে স্নাতকোত্তরের পাশাপাশি তিন বছরের পেশাগত অভিজ্ঞতা অথবা পিএইচডি থাকতে হবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৪ জুলাই। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদের জন্য যোগ্য ব্যক্তিকে বাছাই করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।