উচ্চশিক্ষায় পাঠরতদের মানবাধিকার নিয়ে কতটা সচেতনতা প্রয়োজন? গবেষণার কাজের ক্ষেত্রে এই বিশেষ বিষয়টি নিয়ে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে? এই সমস্ত কিছুই দেশ-বিদেশের বিশেষজ্ঞেরা পাঁচ দিনের বিশেষ কোর্সের মাধ্যমে শেখাবেন। ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস’-এর তরফে মানবাধিকার নিয়ে এই বিশেষ কোর্সটি করানো হবে।
যে কোনও বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এ ছাড়াও বিভিন্ন বিষয়ে গবেষণা করছেন, কিংবা আইনজীবী বা স্বেচ্ছাসেবকেরাও সংশ্লিষ্ট কোর্সের জন্য আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
থিয়োরির পাশাপাশি, প্র্যাকটিক্যালের ক্লাস করানো হবে। দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস, আমেরিকার জর্জিয়া সাদার্ন ইউনিভার্সিটি, মহারাষ্ট্র ন্যাশনাল ল ইউনিভার্সিটি, হিমাচল প্রদেশ ন্যাশনাল ল ইউনিভার্সিটি, বর্ধমান বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা সংশ্লিষ্ট কোর্সের ক্লাস করাবেন।
আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। রেজিস্ট্রেশন ফি হিসাবে ধার্য করা হয়েছে ৩,০০০ টাকা। আবেদনের জন্য ২৭ মে পর্যন্ত পোর্টাল চালু থাকবে। কোর্সের ক্লাস ২ জুন থেকে ৬ জুন পর্যন্ত হবে এবং অংশগ্রহণকারীদের শংসাপত্র দেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।