মুঠোফোনের দুনিয়ায় সব কিছুই এখন ডিজিটাল। খাতা-কলমের অভ্যাস ছেড়ে নতুন প্রজন্ম ছুটছে ডিজিটাল মাধ্যমে। পাল্লা দিয়ে বৃদ্ধি হচ্ছে পেশার পরিসরও। বিভিন্ন প্রতিষ্ঠানে এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কোর্সও শুরু হয়েছে। স্বল্প খরচের মধ্যে ডিজিটাল মার্কেটিং নিয়ে বিশেষ কোর্সের আয়োজন করেছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির।
প্রতিষ্ঠান সূত্রে খবর, দু’বছর আগে এস্ট্রো ইনফোকম-র সঙ্গে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের মউ সাক্ষর হয়। তার পর থেকেই সম্মিলিত ভাবে নানা কোর্সের আয়োজন করে থাকে দুই প্রতিষ্ঠান। ২০২৫-এ তৃতীয় ব্যাচে ডিজিটাল মার্কেটিংয়ে সার্টিফিকেট কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
কোর্সের বিস্তারিত
তিন মাসের এই কোর্সে সম্পূর্ণ অনলাইনে ক্লাস নেওয়া হবে। আবেদনের মাপকাঠিতে শুধুমাত্র ১৮ বছরের ঊর্ধ্বে বয়স হওয়া প্রয়োজন। ব্যাস! এ ছাড়া আর কোনও বাধা নেই। রামকৃষ্ণ মিশন যে হেতু কোর্স করাচ্ছে, তাই অনেকেরই ধারণা শুধুমাত্র ছেলেদের জন্য হয়তো এর আয়োজন। তবে এই কোর্সে সেই বাধা নেই। পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। সপ্তাহে শনি এবং রবিবার করে তিন মাসে মোট ৪৮ ঘণ্টা ক্লাস চলবে। কোর্স মূল্য পাঁচ হাজার টাকা ধার্য করা হয়েছে।
আরও পড়ুন:
আবেদনের জন্য রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকেই ভর্তির লিঙ্ক পেয়ে যাবেন আগ্রহীরা। এর পর যাবতীয় তথ্য পূরণের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে ভর্তি হওয়া যাবে। তবে, শুধু অনলাইনেই নয় অফলাইনেও সরাসরি প্রতিষ্ঠানে গিয়েও ভর্তি হওয়া যাবে। চলতি মাসের ২৩ তারিখ থেকে শুরু হবে ক্লাস। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি হওয়া যাবে। আসন সংখ্যাও সীমিত নয়। এই বিষয়ে আরও তথ্য এবং শর্তাবলি জানতে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ওয়েবসাইটটি দেখতে পারেন।