আর কিছু দিনেই ফল প্রকাশ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার। তার আগেই নয়া পদক্ষেপ বোর্ডের। রেজ়াল্টের পর পরীক্ষার্থীদের ফলাফল পুনর্মূল্যায়নের প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে সিবিএসই।
বোর্ডের তরফে জানানো হয়েছে, যে পড়ুয়ারা দশম এবং দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের পর তাদের নম্বর নিয়ে সন্তুষ্ট হবে না, তাদের প্রথমে নিজেদের উত্তরপত্র দেখার জন্য আবেদন করতে হবে। এ ক্ষেত্রে বোর্ড নির্ধারিত পদ্ধতি মেনে পরীক্ষার্থীদের মূল্যায়িত উত্তরপত্রের ফোটোকপি দেওয়া হবে। পরীক্ষার্থীরা এর পর তাদের নম্বর যাচাইকরণ বা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবে। অথবা দু’টি প্রক্রিয়ার জন্যই যৌথ ভাবে আবেদন করতে পারবে।
আরও পড়ুন:
এর আগে বোর্ডের পরীক্ষার্থীদের পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে হত। এর পরই পরীক্ষার্থীরা উত্তরপত্র দেখার আবেদন করতে পারত।
বোর্ডের তরফে জানানো হয়েছে, এই নয়া পদক্ষেপ পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা আরও বৃদ্ধি করবে। অন্য দিকে, পরীক্ষার্থীরাও তাদের উত্তরপত্র দেখে মূল্যায়নকারীদের মন্তব্য এবং নিজেদের ভুলভ্রান্তিও পুনর্বার যাচাই করে নিয়ে পুনর্মূল্যায়নের বিষয়ে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে পারবে।
আরও পড়ুন:
যে হেতু এই গোটা প্রক্রিয়াটিই দু’টি পরীক্ষার ফল ঘোষণার পর চালু হবে, তাই এর জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধাপগুলি বোর্ডের ওয়েবসাইটে এখনও জানানো হয়নি।
উল্লেখ্য, এ বছর বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা ছিল ১৫ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত। দ্বাদশের পরীক্ষা হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত। পরীক্ষার ফলপ্রকাশের দিন এখনও ঘোষণা করেনি বোর্ড। তবে ফল প্রকাশিত হলে পরীক্ষার্থীরা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং ডিজিলকারের মাধ্যমে তাদের ফলাফল দেখে নিতে পারবে।