Advertisement
০৮ ডিসেম্বর ২০২৩
ICSE and ISC toppers list

সিবিএসই-র পর আইসিএসই এবং আইএসসি-তে রাজ্যে প্রথম দশে কোন কোন স্কুল রয়েছে? রইল তালিকা

দেশ জুড়ে আইসিএসই-র প্রথম স্থানে রয়েছে ৯ জন, আইএসসি পরীক্ষায় প্রথম হয়েছেন মোট ৫জন। মেধাতালিকায় জায়গা করে নিয়েছে রাজ্যও।

রাজ্যে প্রথম দশে কোন কোন স্কুল রয়েছে?

রাজ্যে প্রথম দশে কোন কোন স্কুল রয়েছে? প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ মে ২০২৩ ১৯:১৪
Share: Save:

১৪ মে প্রকাশিত হয়েছে আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ) পরীক্ষার ফলাফল। আইসিএসই স্তরের সর্বভারতীয় স্তরে এই পরীক্ষায় রাজ্য থেকে পাশের হার ৯৮.৭১। এবং আইএসসি পরীক্ষায় রাজ্য থেকে পাশের হার ৯৬.৮৮ শতাংশ। এর মধ্যে দেশ জুড়ে আইসিএসই-র প্রথম স্থানে রয়েছে ৯ জন, আইএসসি পরীক্ষায় প্রথম হয়েছেন মোট ৫ জন। মেধাতালিকায় জায়গা করে নিয়েছে রাজ্যও।

আইসিএসই-তে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিৎ মুখোপাধ্যায় প্রথম হয়েছে। আইএসসি-তে প্রথম হয়েছে কলকাতার হেরিটেজ স্কুলের মান্যা গুপ্ত এবং ভক্তিনগরের সেন্ট জোসেফ স্কুলের শুভমকুমার আগরওয়াল।

সর্বভারতীয় স্তরের এই দু’ই পরীক্ষায় রাজ্য থেকে কোন কোন স্কুল এবং কোন পড়ুয়া প্রথম দশে রয়েছে তার একটি তালিকা রইল—

এই রাজ্যে আইসিএসই-র রেজাল্টে প্রথম দশে কোন স্কুলের কোন পড়ুয়া?

১) ক্যালকাটা বয়েজ স্কুল:

রুদ্রনীল শীল, ৯৯.২২ শতাংশ নম্বর।

ঋক চক্রবর্তী, ৯৯.০০ শতাংশ নম্বর।

শুভম দাস, ৯৮.৬০ শতাংশ নম্বর।

২)দি আরিয়ানস স্কুল

সায়ন্তনী মাইতি, ৯৯ শতাংশ নম্বর। বিদ্যালয়ে প্রথম ও পশ্চিমবঙ্গে পঞ্চম স্থান।

সৃঞ্জয় ঘোষ, ৯৬ শতাংশ নম্বর।

রিমি দত্ত, ৯৩.৫ শতাংশ নম্বর।

৩) লরেটো হাউস:

অরুন্ধতী দাশগুপ্ত, ৯৯.০০ শতাংশ নম্বর।

মধুশ্রী নিয়োগী, ৯৬.০৬ শতাংশ নম্বর।

আয়ুষি অগ্রবাল, হিরণ্য উপাল এবং জাহ্নবী বর্দিকা, ৯৬.০৪ শতাংশ নম্বর।

৪) লা মার্টিনেয়ার ফর গার্লস:

স্রোতস্বিনী আরুষি সান্যাল, ৯৯.০২ শতাংশ নম্বর।

ভানিয়া বজাজ, ৯৯ শতাংশ নম্বর।

দিব্যাংশী বজাজ, ৯৮.৮ শতাংশ নম্বর।

৫) ডিপিএস নিউ টাউন:

সায়ন সেন, অহনা বন্দোপাধ্যায়, অঙ্কন রায়, দীপ্তাংশু রায়, ডরোথি মজুমদার, ৯৯.৪ শতাংশ নম্বর।

শ্রীজাতা বিশ্বাস, আরিয়ান দাস ও প্রযেক্তা মাজি, ৯৯.২ শতাংশ নম্বর।

আরুশ আনন্দ, মোঃ জুবায়ের আলি ও সংকল্প প্রসাদ, ৯৯ শতাংশ নম্বর।

৬) বিবেকানন্দ মিশন স্কুল, জোকা:

সাবিক ইবন খান, ৯৯.৬ শতাংশ নম্বর।

অনিমিখা চৌধুরী এবং ঋত্বিক সরকার, ৯৯.২৫ শতাংশ নম্বর।

ঋদ্ধি কুন্ডু, পরাগ বোস, সোহম দাস, নীলকান্ত বসু এবং ঐশী বিশ্বাস ৯৯ শতাংশ নম্বর।

এ ছাড়াও তালিকায় রয়েছে— অক্ষর স্কুল, ইয়ং হরাইজন স্কুল, অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল, অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল, জুয়িশ গার্লস স্কুল, শ্যামনগরের সেন্ট অগাস্টিন ডে স্কুল।

এই রাজ্যে আইএসসি-র রেজাল্টে প্রথম দশে কোন স্কুলের কোন পড়ুয়া?

১) কলকাতার হেরিটেজ স্কুল:

মান্যা গুপ্ত (হিউম্যানিটিজ) ৯৯.৭৫ শতাংশ নম্বর। ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছেন।

বিজ্ঞান বিভাগ থেকে রোহন গোয়েঙ্কা এবং ঋদ্ধি ডালমিয়া, ৯৭.৫ শতাংশ নম্বর।

কুশল কেদিয়া (বাণিজ্য), ৯৭ শতাংশ নম্বর।

২) জোকার বিবেকানন্দ মিশন স্কুল:

সুভম ভাট (বিজ্ঞান), ৯৯.২৫ শতাংশ নম্বর।

বিজ্ঞান বিভাগ থেকে অর্চিষ্মান অধিকারী এবং শরণ্য রায়, ৯৯.২৫ শতাংশ নম্বর।

বিজ্ঞান বিভাগ থেকে আঙ্গিক ঘোষ এবং বুধাদিত্য সান্যাল, ৯৮.৭৫ শতাংশ নম্বর।

মৈনাক দেবনাথ (ইকো সায়েন্স), ৯৬.৭৫ শতাংশ নম্বর।

আশিক করণ (হিউম্যানিটিজ), ৯৮ শতাংশ নম্বর।

অয়ন চৌধুরী (বাণিজ্য), ৯৩.৭৫ শতাংশ নম্বর।

৩) দি আরিয়ানস স্কুল:

সৃজা দাস, ৯৪.৭৫ শতাংশ নম্বর।

সৃঞ্জয় ঘোষ, ৯৬ শতাংশ নম্বর।

রিমি দত্ত ৯৩.৫ শতাংশ নম্বর।

এ ছাড়াও তালিকায় রয়েছে— ক্যালকাটা বয়েজ স্কুল, জুয়িশ গার্লস স্কুল, সল্টলেক পয়েন্ট স্কুল, ডিপিএস মেগাসিটি, পানিহাটির সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন, বারাসতের কল্যাণী পাবলিক স্কুল, দমদমের সেন্ট স্টিফেন’স স্কুল, ডগলাস মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE